মোঃ নুর ইসলাম, দিনাজপুর ॥ ২ নভেম্বর মঙ্গলবার সকালে দিনাজপুর শহরের গণেশতলাস্থ আবেদিন প্লাজার আন্ডারগ্রাউন্ড এ অবস্থিত সুনামধন্য ব্যবসায়ীক প্রতিষ্ঠান রাফুসফট কম্পিউটার স্টরে ইলেকট্রিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুন লেগে কয়েক হাজার টাকা ক্ষতিসাধন হয়েছে।
উক্ত প্রতিষ্ঠানের ভয়াবহ আগুনের বিষয়টি দিনাজপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স-কে জানানো হলে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স দ্রুত সময়ের মধ্যে ঘটনা স্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লেগে কম্পিউটার সহ কম্পিউটারের অন্যান্য সরঞ্জামাদি পুড়ে যাওয়ায় সাময়িক উক্ত ব্যবসা প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ ছিল।
উক্ত মার্কেটে ১ম তলায় গ্যাসের সিলিন্ডার মজুদ রেখে চুলার বাজার এন্ড ইলেক্ট্রনিক্স নামের একটি গ্যাসের চুলার দোকান দেয়া হয়েছে। উক্ত চুলার দোকানে অনুমোদনবিহীন গ্যাসের সিলিন্ডার রেখে তা বিক্রয় করে আসছে। যা বিস্ফোরক দ্রব্য অধিদপ্তরের অধিনস্থ থেকে অনুমোদন নিতে হয়। এই মার্কের্টে জনতা ব্যাংক লিমিটেড দিনাজপুর কর্পোরেট শাখা ও বাংলাদেশ ডেভলোমেন্ট ব্যাংক লিমিটেড নামে ২টি ব্যাংক সহ মোট ৫৬টি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। মার্কেটের পশ্চিমে ৩০ ফিট দুরত্বে একটি পেট্রোল পাম্প স্থাপিত আছে।
উল্লেখ্য যে, একই মার্কেটে ১ম তলায় অনুমোদন বিহীন গ্যাসের সিলিন্ডার মজুদ রেখে গ্যাসের চুলার দোকান হতে যে কোন সময় বড় ধরনের দূর্ঘটনার কবলে পড়তে পারে বলে মার্কেটের অন্যান্য ব্যবসায়ী প্রতিষ্ঠানের মালিকবৃন্দ আশংকা প্রকাশ করছেন। এ বিষয়টি ভোক্তা অধিকার ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করেছেন মার্কেটের ব্যবসায়ীবৃন্দ।