বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছা সেবক লীগের কেন্দ্রীয় সহ-সভাপতি কৃষিবিদ আব্দুস সালাম ম্বাধীনতার পরাজিত শক্তিকে মোকাবেলা করার প্রস্তুতি নেয়ার আহ্বান জানিয়ে বলেছেন, বাংলাদেশের আদর্শিক নেতা প্রধান মন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন ও অগ্রগতি দেখে বিএনপি, জামাত ও উগ্রপন্থিরা ঈর্ষান্বিত হয়ে পড়েছে।
শেখ হাসিনার উন্নয়নকে বাধাগ্রস্থ করতে ও বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তিকে ক্ষুন্ন করতে ষড়যন্ত্র করছে। আর সেই ষড়যন্ত্রের ফসল হলো সম্প্রতি সাম্প্রদায়িক দাঙ্গার চেষ্টা। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার কঠোর হস্তক্ষেপে ষড়যন্ত্র ভূলন্ঠিত হয়ে গেছে। এদের বিরুদ্ধে স্বেচ্ছাসেবক লীগের নেতা কর্মীদের প্রস্তুত থাকতে হবে। তিনি বলেন, বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতিকে অনুকরন করার ইচ্ছা প্রকাশ করছেন ভারত পাকিস্তান। তিনি তৃণমুল পর্যায় স্বেচ্ছাসেবক লীগকে শক্তিশালী করার জন্য আহ্বান জানান।
২ অক্টোবর মঙ্গলবার দিনাজপুর বন্ধন কমিউনিটি সেন্টারে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের নির্দেশে ও জেলা স্বেচ্ছাসেবকলীগের আয়োজনে কর্মী সভা ও সদস্য সংগ্রহ কর্মসুচীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি কৃষিবিদ আব্দুস সালাম।
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগে উপ-আর্šÍজাতিক বিষয়ক সম্পাদক বরদা ভূষণ রায় লিটন-এর সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আরিফুর রহমান টিটু, উপ-মুক্তিযুদ্ধ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, উপ-যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক জসিম উদ্দীন মাতবর, সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আব্দুস সালাম সরকার, দিনাজপুর শহর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রাকিবুল হাসান সবুজ। এসময় উপস্থিত ছিলেন শহর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি রায়হান কবীর সোহাগ, সাধারন সম্পাদক এস এম খালেকুজ্জামান রাজু, সদর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মোমিনুল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগ নেতা রাইসুল ইসলাম, ইবনে আজিজ চঞ্চল প্রমুখ।
এ ছাড়া দিনাজপুরের বিভিন্ন উপজেলার সভাপতি ও সাধারন সম্পাদকগণ বক্তব্য রাখেন। আলোচনা সভা শেষে সদস্য সংগ্রহের উদ্বোধন করেন প্রধান অতিথি ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
এর আগে কেন্দ্রীয় নেতাকর্মীদের দিনাজপুরে আগমন উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে মিছিল বের করে স্বেচ্ছাসেবকলীগ, সাবেক ছাত্রলীগ সহ অন্যান্য সংগঠন।