দিনাজপুরের জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী বলেছেন নবরূপী সাংস্কৃতিক কর্মকান্ডের মাধ্যমে একটি সুন্দর সমাজ গড়তে পারে। সাংস্কৃতিক মানুষরা কখনো কঠোর বা জঙ্গিবাদ হতে পারে না। মাদকমুক্ত সমাজ গড়তে পড়াশোনার পাশাপাশি আমাদের সন্তানদের সাংস্কৃতিক চর্চায় সমৃক্ত করতে হবে। তাহলে তাদের মাঝে প্রকৃত শিক্ষার বিকাশ ঘটবে।“আমরা ছিলাম- আমরা আছি- আমরা থাকবো থাকবো………….। এই স্লোগানকে সামনে রেখে রোববার রাতে বাহাদুর বাহারস্থ দিনাপুরের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক প্রতিষ্ঠান নবরূপীর ৫৯তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন।
কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের “আগুনের পরশমনি,……….. গানের তালে তালে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে ও ক্যাম্প ফায়ার এবং কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকীর উদ্বোধন করেন বিশিষ্ট নাট্য জন ও নবরূপীর প্রতিষ্ঠা সাধারণ সম্পাদক কাজী বোরহান। নবরূপীর সভাপতি আব্দুস সামাদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নবরূপীর সহ-সভাপতি ও প্রতিষ্ঠা বার্ষিকী উপ-কমিটির আহবায়ক মানস ভট্টাচার্য্য।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) শচীন চাকমা, সম্মিলিত সাংস্কৃতিক জোট দিনাজপুরের সভাপতি সুলতান কামালউদ্দীন বাচ্চু ও সেতাবগঞ্জ সোনালী নাট্যগোষ্ঠীর সভাপতি শামীম আজাদ। অনুষ্ঠানে সুচনা বক্তব্য রাখেন নবরূপীর সাধারণ সম্পাদক একেএম মেহেরুল্লাহ বাদল। সঞ্চালকের দায়িত্ব পালন করেন নবরূপীর সহ-সাধারণ সম্পাদক সিফাত-ই-জাহান শিউ ও নাট্য সম্পাদক শামীম রাজা। নবরূপীর সংগীত সম্পাদক মোঃ আবু সাঈদের পরিচালনায় নিজস্ব শিল্পীরা এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।