দিনাজপুরে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সভা অনুষ্ঠিত হয়েছে। শোকাবহ ১৫ আগষ্ট পালন ও জেলা আইনজীবী সমিতির নির্বাচন বিষয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
আজ মঙ্গলবার বিকেলে দিনাজপুর জেলা আইনজীবী সমিতিরি নতুন ভবনের দ্বিতীয় তলায় বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ জেলা শাখার আয়োজনে ও বিজ্ঞ আইনজীবী মো. হাসনে ইমাম নয়ন এর সভাপতিত্বে উক্ত সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন বিজ্ঞ আইনজীবী মোহাম্মদ নুরুজ্জামান জাহানী, মো. তহিদুল হক সরকার, গোলাম রহমান বাবুল, মো. তাহেরুল ইসলাম, বাবু নিত্যানন্দ রায়, মো. মজিবুর রহমান-৫, মোহাম্মদ দেলোয়ার হোসেন-১, মো. আজিজুর রহমান, মো. খাদেমুল ইসলাম, এসএম শামীম আলম সরকার, মো. সারওয়ার আহমেদ বাবু, আব্দুল মাসুদ উজ্জল, মো. মোকসেদুর রহমান সাহাজাদা, শুভ বিশ্বাস, মো. তোজাম্মেল হক লিটন প্রমুখ।
সভায় সর্বসম্মতিক্রমে জেলা আওয়ামী লীগের সিদ্ধান্ত মোতাবেক জাতীয় শোক দিবস পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়াও আইনী লড়াই চালিয়ে যাওয়াসহ নির্বাচনে প্রস্তুতি নেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়।