দিনাজপুর জেলা আইনজীবী সমিতির বাংলা ১৪২৮ সনের নির্বাচনে “সম্মিলত আইনজীবী ঐক্য পরিষদ” মনোনিত মোঃ একরামুল আমিন-মোঃ তহিদুল হক সরকার প্যানেল প্রার্থীদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২ আগস্ট) দুপুরে জেলা আইনজীবী সমিতির নতুন ভবন মিলনায়তনে অনুষ্ঠিত সিনিয়র আইনজীবী জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি মোঃ ইউসুফ আলী (১) এর সভাপতিত্বে পরিচিতি সভায় বক্তব্য রাখেন সিনিয়র আইনজীবী মোঃ ইছাহক, সাবেক জিপি ওয়াহেদ আলী নভেল, সিনিয়র আইনজীবী নুরুল ইসলাম (১), মোঃ মওলা বক্স, মোঃ আমিনুল হক পুতুল, সাবেক জিপি মীর ইউসুফ আলী, আমিন-তহিদুল প্যানেলের সভাপতি প্রার্থী মোঃ একরামুল আমিন, সাধারণ সম্পাদক প্রার্থী মোঃ তহিদুল হক সরকার, আইনজীবী নেতা আ ন ম হাবিুল্লাহ, এবিএম শফিকুর রহমান, সারওয়ার আহমেদ বাবু, মোঃ জাকির হোসেন, মোঃ রেজাউল ইসলাম, রিচার্ড মুর্মু প্রমূখ।
সভায় মোঃ একরামুল আমিন-মোঃ তহিদুল হক সরকার প্যানেল প্রার্থীদের পরিচিতি পরিয়ে দেন অনুষ্ঠানের সভাপতি ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি মোঃ ইউসুফ আলী।
পরিচিতি সভায় দিনাজপুর বারের সিনিয়র আইনজীবী মোঃ ইছাহক বলেন, দিনাজপুর বারের এই অবস্থার পরিবর্তন আনতে হলে আইনজীবীদেরকেই এগিয়ে আসতে হবে। একমাত্র আপনারাই আইনজীবী সমিতিকে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে পারবেন। আমিন-তহিদুল প্যানেলের সভাপতি প্রার্থী মোঃ একরামুল আমিন বলেন, যারা দুর্নীতিবাজ তাদের মূখে দুর্নীতি বিরোধী কথা শোভা পায় না। আপনারা সমিতির সংবিধান লংঘন করেছেন। তিনি জেলা আইনজীবী সমিতির অতিতের ঐতিয্য ধরে রাখতে আমিন-তহিদুল প্যানেল প্রার্থীদের ভোট দিয়ে বিজয়ী করার আহবান জানান।
দিনাজপুর জেলা আইনজীবী সমিতির ১৪২৮ বাংলা সনের নির্বাচনে মোঃ একরামুল আমিন-মোঃ তহিদুল হক সরকার প্যানেলের প্রার্থীরা হলেন-সভাপতি পদে মোঃ একরামুল আমিন, সহ-সভাপতি পদে মোঃ মাহবুব হাসান চৌধুরী লিটন, মোঃ নুরুল ইসলাম (৪), সাধারণ সম্পাদক পদে মোঃ তহিদুল হক সরকার, সহ-সাধারণ সম্পাদক পদে মোঃ সাইফুল ইসলাম (২), ইন্দ্রোজিৎ কুমার রায় (অনিক), কোষাধ্যক্ষ পদে রনি চন্দ্র রায়, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক পদে মোছাঃ সাহিমা সুলতানা (হীরা), ধর্ম ও সমাজ কল্যাণ সম্পাদক পদে আলহাজ¦ মোঃ মিজানুর রহমান, পাঠাগার সম্পাদক পদে মোঃ কামরুল হাসান (ফিদেল), নির্বাহী সদস্য পদে মোঃ আবুল কালাম আজাদ (৫), মোঃ মাসুদ রানা (২), মোঃ সাদিব গোলাম বিন নাসের, মোছাঃ সাবিনা ইয়ামিন (২) ও মোঃ সাদেকুজ্জামান (সাগর)।
দিনাজপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন পরিচালনার জন্য গঠিত নির্বাচন কমিশনের প্রধানের দায়িত্ব পালন করছেন এ্যাডভোকেট আবুল কালাম আজাদ (৪), নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন এ্যাডভোকেট কবির বিন গোলাম চার্লি ও এ্যাডভোকেট আয়েশা সিদ্দিকা রুমী।
উল্লেখ্য, আগামী ৪ সেপ্টেম্বর শনিবার সকাল ১০টা হতে বিকেল ৩টা পর্যন্ত নির্বাচনে ভোটগ্রহণ অনষ্ঠিত হবে। নির্বাচনের পর ভোট গননা শেষে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে। এবারে জেলা আইনজীবী সমিতির নিবাচনে ৪৫২ জন ভোটার ভোট প্রদান করবেন।