দিনাজপুরের সদর উপজেলার আস্করপুর ইউনিয়নের খানপুর জয়বাংলা পল্লীতে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ দিনাজপুর জোন এর উদ্যোগে তালের চারা রোপণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
৩ নভেম্বর বুধবার দিনাজপুর সদর উপজেলার আস্করপুর ইউনিয়নের খানপুর জয়বাংলা পল্লীতে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) দিনাজপুর জোন এর উদ্যোগে শেখ রাসেল দিবস ২০২১ উদযাপন উপলক্ষ্যে তালের চারা রোপণ কার্যক্রম উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে আস্করপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জিয়াউর রহমান জিয়া বলেছেন, যার যেখানে যতটুকু জায়গা আছে সেখানেই গাছ লাগাতে আহবান জানিয়েছেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনা চান আমাদের সবুজ বাংলাকে আরও সবুজ করতে। দেশ ও দেশের মানুষকে বাঁচাতে বেশী করে গাছ লাগাতে হবে। গাছ আমাদের জীবনের অনেক উপকার দেয়। সেজন্য সকলকেই পরিবেশ রক্ষায় ব্যাপকভাবে গাছ লাগাতে হবে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী আজ এই জয়বাংলা পল্লীতে তালের চারা রোপণ করা হচ্ছে। তাল গাছ থাকলে বজ্র নিরোধক হিসেবে কাজ করবে। এর ফলে বজ্রপাতে মৃত্যুর হার কমে আসবে।
বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ দিনাজপুর জোন এর সহকারী প্রকৌশলী এ এস এম দেলোয়ার হোসেন এর সভাপতিত্বে তালের চারা রোপণ কার্যক্রম কর্মসূচীতে উপস্থিত ছিলেন খানপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোকসেদুল হক, ইউপি সদস্য মো. আইনুল ইসলাম, আলহাজ্ব মতিউর রহমান, মোছাঃ সাবিনা ইয়াসমিন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আরাফাত হোসেন, সাধারণ সম্পাদক আল মামুন, ছাত্রলীগ নেতা শ্রী মিঠুন, আরিফুল ইসলাম প্রমুখ।