দিনাজপুরে জেল হত্যা দিবস পালিত হয়েছে। ৩ নভেম্বর বুধবার দিনাজপুর জেলা আওয়ামীলীগ কার্যালয়ে জেলা আওয়ামীলীগের আয়োজনে জেলা হত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় দিনাজপুর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এ্যাড. আব্দুল লতিফ-এর সভাপতিত্বে ও যুগ্ম সাধারন সম্পাদক ফারুকুজ্জামান চৌধুরী মাইকেলের পরিচালনায় বক্তব্য রাখেন দিনাজপুর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবুল কালাম আজাদ, মোঃ আলাউদ্দিন, আলতাফুজ্জামান মিতা, মোঃ বজলুল হক, মোঃ ফরিদুল ইসলাম, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ তারিকুল ইসলাম তারিক, শহর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ রায়হান কবীর সোহাগ, সাধারন সম্পাদক এস এম খালেকুজ্জামান রাজু, সদর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মোঃ মমিনুল ইসলাম, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আকবর আলী, পিপি জজ কোর্ট এ্যাড. রবিউল ইসলাম, জাতীয় শ্রমিক লীগের সাংগঠনিত সম্পাদক আকরাম হোসেন মুন্না, দিনাজপুর জেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক পারভেজ আহমেদ চৌধুরী পরাগ, ছাত্রলীগ নেতা জাহিদ, নোমান।
এ ছাড়া উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম শাহ, দপ্তর সম্পাদক সেলিম আখতার চৌধুরী, সদর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি জহরুল ইসলাম, শহর আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক জহির খান, সাংগঠনিক সম্পাদক এ্যাড. শামীম আলম সরকার বাবু, এনাম উল্লাহ জেমী, স্পেশাল পিপি, এ্যাড. পারভেজ রহমান, শহর মহিলা আওয়ামীলীগের যুগ্ম আহবায় সেহেলী আক্তার ছবিসহ জেলা আওয়ামীলীগ, শহর ও সদর উপজেলা আওয়ামীলীগসহ অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।