
মোঃ নুর ইসলাম, দিনাজপুর ॥ ৪ জুন’২০২২ শনিবার সেন্ট ফ্রান্সিস জেভিয়ার হাইস্কুলে “শিক্ষক অভিভাবকের সম্মিলিত শক্তি শিক্ষায় বয়ে আনবে সমৃদ্ধি ও মুক্তি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বার্ষিক অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা-২০২২ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠিত বার্ষিক অভিভাবক সমাবেশ ও এসএসসি-২০২১ শিক্ষাবর্ষে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানটি দুটি পর্বে অনুষ্ঠিত হয়েছে। প্রথম পর্বে নার্সারি হতে তৃতীয় শ্রেণি শিক্ষার্থীর অভিভাবকদের নিয়ে সকাল ৯ টা হতে সকাল ১১ টা পর্যন্ত এবং দ্বিতীয় পর্বে চতুর্থ শ্রেণি হতে দশম শ্রেণীর শিক্ষার্থীর অভিভাবকদের নিয়ে সকাল সাড়ে ১১টা হতে দুপুর ২ পর্যন্ত।
উক্ত পারসিক অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) দেবাশীষ চৌধুরী। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিস্টার বীণা এস. রোজারিও সিআইসি। অত্র বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সিস্টার পিরিনা সি. দাস সিআইসি এর সভাপতিত্বে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য মোঃ আব্দুল হামিদ, অভিভাবকদের মধ্যে থেকে সাগর প্রমূখ।
অনুষ্ঠিত অভিভাবক সমাবেশে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বিশ্বে যে সকল বিনিয়োগ রয়েছে এসকল বিনিয়োগের মধ্যে সর্ব শ্রেষ্ঠ বিনিয়োগ হচ্ছে শিক্ষা কাজে । এই বিনিয়োগের উপর অন্য কোন বিনিয়োগ নেই এই শ্রেষ্ঠ বিনিয়োগের মাধ্যমে শ্রেষ্ঠ শিক্ষক দ্বারা শ্রেষ্ঠ শিক্ষার্থী তৈরি করে তাদের জীবন পরিচালনার ক্ষেত্রে এক অনন্য ভূমিকা পালন করে শিক্ষক সমাজ। দেশ ও জাতি গঠনে শিক্ষিত সমাজের উপর অন্য কোন বিকল্প নেই, তাই শিক্ষার গুরুত্ব সবচেয়ে বেশি।
দিনব্যাপী অনুষ্ঠিত বার্ষিক অভিভাবক সমাবেশ ও শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন সহকারী শিক্ষক তপতী সরকার, বাসনা ক্রুশ, লাবণ্য আরা ও বিমল মুরমু।