দিনাজপুর গণেশতলা-নিমতলা ব্যবসায়ী কল্যাণ সমিতির উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সংবিধান প্রণয়ন কমিটির অন্যতম সদস্য রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মাননা ‘‘স্বাধীনতা পদক’’ প্রাপ্ত, সাবেক সংসদ সদস্য প্রয়াত জননেতা এ্যাডভোকেট এম. আব্দুর রহিম-এর ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে কোরআন তেলাওয়াত, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
৪ সেপ্টেম্বর শনিবার শহরের প্রাণকেন্দ্র মর্ডাণ মোড়ে জাতির পিতা বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সংবিধান প্রণয়ন কমিটির অন্যতম সদস্য রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মাননা ‘‘স্বাধীনতা পদক’’ প্রাপ্ত, সাবেক সংসদ সদস্য প্রয়াত জননেতা এ্যাডভোকেট এম. আব্দুর রহিম-এর ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে কোরআন তেলাওয়াত, মিলাদ ও দোয়া মাহফিলে দিনাজপুর গণেশতলা-নিমতলা ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মো. সেলিম রেজার সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক নওশাদ ইকবাল কলিন্স। সমিতির সহ-সভাপতি আলহাজ্ব মো. জাহাঙ্গীর আলম-এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওয়াহেদুল আলম আর্টিষ্ট।
এ সময় উপস্থিত ছিলেন গণেশতলা-নিমতলা ব্যবসায়ী কল্যাণ সমিতির সহ-সাধারণ সম্পাদক মো. সাজু, সাংগঠনিক সম্পাদক সিরান, দপ্তর সম্পাদক রবিউল ইসলাম রবি, কোষাধ্যক্ষ প্রদীপ, সদস্য মেফতা, রুকু প্রমুখ।
মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন নিমতলা জামে মসজিদের ঈমাম ও খতিব মাওলানা মো. সাইফুল ইসলাম।