মোরশেদ-উল-আলম, চিরিরবন্দর প্রতিনিধিঃ চিরিরবন্দরে মৎস্যচাষি সমবায় সমিতির মাঝে ট্রাক্টর বিতরণ করা হয়েছে।
৪ অক্টোবর সোমবার দুপুর ১ টায় উপজেলা চত্ত্বরে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে ২০২১-২০২২ অর্থবছরে ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফেজ ২ ( এনএটিপি-২) মৎস্য অধিদপ্তর অংগ এর আওতায় সিআইজি মৎস্য চাষিদের মাঝেএগ্রিকালচার ইনোভেশন ফান্ড-২ (এআইএফ-২) এর অনুদান প্রাপ্ত উপ প্রকল্পের আওতায় বড় হাশিমপুর মৎস্যচাষি সমবায় সমিতিকে ট্রাক্টর বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার আয়েশা সিদ্দীকা।
এসময় জেলা মৎস্য অফিসার মোঃ মুক্তাদির হোসেন, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি সুনীল কুমার সাহা, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ আহসানুল হক মুকুল, উপজেলা মৎস্য কর্মকর্তা পুরবী রাণী রায়সহ সকল সরকারি দপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।