৪ ডিসেম্বর শনিবার দিনাজপুর খাদ্যশস্য আড়ৎদার মালিক গ্রুপের মহেশ প্রসাদ স্মৃতি মিলনায়তনে ১৬তম বার্ষিক সাধারণ সভায় মালিক গ্রুপের সভাপতি রনজিত বসাক এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক প্রতাপ সাহা পানু।
সহ-সাধারণ সম্পাদক গোলাম মাজেদুর রহমান ডাবলু’র সঞ্চালনায় ১৬তম বার্ষিক সাধারণ সভায় উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি নির্মল কুমার আগরওয়ালা, সহ-সভাপতি মো. আব্দুল গফুর, কোষাধ্যক্ষ মো. সানোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক রাসেশ্বর বসাক, কার্য-নির্বাহী সদস্য উদ্দীপ ভৌমিক, অঞ্জন দত্ত ও দিলীপ কুন্ডু।
বার্ষিক প্রতিবেদন পাঠ করেন অফিস কর্মকর্তা মো. আখতার উজ জামান। মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন রজত বসাক, হাসিব উদ্দিন আহমদ হাশিম, আলহাজ্ব মো. মোরশেদ আলী, আলহাজ্ব আব্দুল রাজ্জাক, আব্দুল লতিফ মন্ডল, আলহাজ্ব মো. মেহেরাব আলী, সুবল ঘোষ, গণেশ প্রসাদ সাহা, আলহাজ্ব মো. সিরাজুল আহসান রানু, বৈদ্য চন্দ্র দাস, মনি কুমার সাহা, আলহাজ্ব মো. আলমগীর হোসেন, বাবুল প্রসাদ নন্দী, দুলাল ভদ্র, মো. তোফাজ্জল হোসেন সজল, দূরন্ত বসাক, সন্দীপ বসাক, দুর্গেশ্বর বসাক, অমিত কুমার দত্ত প্রমুখ।
সাধারন সভার শুরুতে গ্রুপের সদস্য ও বিশিষ্টজনদের মৃত্যুতে ১ মিনিট নিরবতা পালন করে শ্রদ্ধা জানানো হয়।