মোঃ নুর ইসলাম, দিনাজপুর ॥ ৪ ডিসেম্বর শনিবার ৪ ডিসেম্বর শনিবার দিনাজপুর রোটারি ক্লাব অফিস প্রাঙ্গণে বন্ধু সংসদ দিনাজপুরের উদ্যোগে দিনাজপুর পৌরসভা এলাকার ৪ শতাধিক গরীব ও দুস্থ শীতার্ত পরিবারের মাঝে শীতের কম্বল বিতরণ করা হয়।
উক্ত শীতের কম্বল বিতরনকালে উপস্থিত ছিলেন বন্ধু সংসদ দিনাজপুরের সভাপতি মোঃ মামুন হাসান চৌধুরী, সাধারণ সম্পাদক মোঃ মঞ্জুরুল ইসলাম মঞ্জুর, সহ-সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান রুপম, কোষাধ্যক্ষ মোঃ শফিকুল আলম বাবু, সাংগঠনিক সম্পাদক মোঃ নাজমুস সাকিব রানা, দপ্তর সম্পাদক সরদার কুদরত-ই-খুদা (ডন), ক্রীড়া সম্পাদক মোঃ ফজলে রাব্বী কাজল, কার্যনির্বাহী সদস্য মোঃ মঈনুল হোসেন, মোঃ সাইফুজ্জামান, মিতা জাহান। উপদেষ্টা মন্ডলীর সভাপতি মোঃ জার্জিস আনম, উপদেষ্টা এরফানুল হক মিঠু প্রমূখ।