“কোভিডোত্তর বিশ্বের টেকসই উন্নয়ন- প্রতিবন্ধী ব্যাক্তির নেতৃত্ব ও অংশগ্রহন” এবারের প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন, জেলা সমাজ সেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র দিনাজপুর এর আয়োজনে এবং বাংলাদেশ জাতীয় সমাজকলান পরিষদ-ঢাকা এবং স্থানীয় স্বেচ্ছাসেবক সংস্থা সমূহ দিনাজপুর এর সহযোগিতায় ৩০তম আর্ন্তজাতিক প্রতিবন্ধী দিবস ও ২৩তম জাতিয় প্রতিবন্ধী দিবস উপলক্ষ্যে র্যালী ও অলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় দিনাজপুর সমাজসেবা কার্যালয় উপ-পরিচালক মোঃ আবু বক্কর সিদ্দীক এর সভাপতিত্বে প্রধান অতিতি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রসাশক (সার্বিক) মোঃ শরিফুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাঃ মোঃ আব্দুল কুদ্দুছ। স্বাগত বক্তব্য রাখেন, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মোঃ মেহেদী হাসান। শুভেচ্ছা বক্তব্য রাখেন সিডিএ’র অনমিকা পান্ডে, মমতা পল্লী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোঃ ইয়াকুব আলী, জেনারেল হাসপাতালের সমাজসেবা অফিসার মোঃ আক্কাস আলী, শহর সমাজসেবা অফিসার মোঃ মাইনুল ইসলাম, উত্তরণ প্রতিবন্ধী সংস্থার উপকারভোগী প্রতিবন্ধী রাসেল রানা। প্রধান অতিথি এডিসি (সার্বিক) মোঃ শফিকুল ইসলাম বলেন, প্রতিবন্ধী ব্যাক্তিদের পরিচর্চা ও দক্ষ করে গড়ে তুলতে পারলে তারা দেশের বোঝা নয়, সম্পদে পরিণত হবে।
সারা দেশে সরকারি ভাবে ৬১হাজার ৪শ ২৭জন প্রতিবন্ধী রয়েছে। এই বিশাল প্রতিবন্ধী জনগোষ্ঠীকে দক্ষ করতে সরকার বিভিন্ন কর্মসূচী বাস্তবায়ন করে যাচ্ছে। সঞ্চালকের দায়িত্ব পালন করেন প্রবেশনাল অফিসার মোঃ মুনির হোসেন। আলোচনা সভা শেষে মমতা পল্লী উন্নয়ন সংস্থার পক্ষ থেকে ১০জন প্রতিবন্ধী ব্যাক্তিকে হুইল চেয়ার এবং সম্প্রীতি প্রতিবন্ধী উন্নয়ণ সংস্থার পক্ষ থেকে তিনজনকে কৃত্রিম পা প্রদান করা হয়।