মোঃ নুর ইসলাম, দিনাজপুর ॥ ৩ ডিসেম্বর শুক্রবার ৮নং রেলঘুন্ট সংলগ্ন এলাকায় ৪ নং শেখপুরা ইউনিয়নের চেয়ারম্যান ৮ নং রেলঘুন্টি নিশ্চিন্তপুর এলাকাবাসী ও বৈকালী সংঘ ক্লাব কমিটির সহযোগিতায় “প্রধানমন্ত্রীর আদেশ মাদক মুক্ত বাংলাদেশ” এই শ্লেগান সামনে রেখে মাদক মুক্ত এলাকা গড়তে কর্মসূচী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ রাজিউর রহমান। মাদক মুক্ত আলোচনায় ৪ নং শেখপুরা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মমিনুল ইসলাম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপশহর ৮নং বৈকালী সংঘের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব ইব্রাহীম খলীলুর রহমান, সাধারন সম্পাদক মোঃ সাইফুল আলম, সদস্য ও মহল্লা আওয়ামী লীগের সভাপতি বাবর আলী, সদস্য ও মহল্লা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিলু, সাবেক সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ ইউ পি সদস্য মজিয়া প্রমূখ।
মাদক মুক্ত এলাকা গড়ার লক্ষ্যে এই মাদক বিরোধী আলোচনা সভায় এলাকায় প্রকাশ্যে মাদক বিক্রেতা ও মাদক বিক্রেতার সিন্ডিকেটের প্রধান বেলাল ও বেলালের পরিবারের সকল সদস্যদের এলাকা থেকে উচ্ছেদ করার জন্য এলাকাবাসী পক্ষ থেকে ৪ নং শেখপুরা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মমিনুল ইসলাম এবং অত্র এলাকার সকল গণ্যমান্য ব্যক্তিবর্গ জোরদার দাবি জানান। এই মাদক ব্যবসায়ী পরিবারটি প্রকাশ্যে মাদক বিক্রি করছে, সেই সাথে এলাকার সকল যুবকদের ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে এবং এই ব্যবসার সাথে সম্পৃক্ত করছে কোমলমতি শিশুদেরও। তাই উচিত এখনই এর প্রতিকার করা নইলে পরবর্তীতে এই এলাকা থেকে জেলার অন্য এলাকায় ছড়িয়ে যাবে।
মাদক মুক্ত আলোচনা সভায় মোঃ রুবেল এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্ত্য রাখেন অত্র এলাকার মানিক, সিদ্দিক, লিটন, জনি, সাইদুল, সাদ্দাম ১, সাদ্দাম ২, সোহেল, বকুল, ইদ্রিস, বাবু, ফরিদুল, আলম, মানিক ২, রনী। এই মাদকবিরোধী আলোচনা সভায় এলাকার শত শত নারী এবং পুরুষ অংশ গ্রহণ করে।