মো: মফিজুল ইসলাম,হিলি প্রতিনিধি \ দিনাজপুরের হিলিতে হিরোইন ও ইয়াবাসহ মা, মেয়ে ও ছেলেকে আটক করছে হাকিমপুর থানা পুলিশ।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭ টায় উপজেলার হিলি বাসুদেবপুর ক্যাম্পপট্টি গ্রামে নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, উপজেলার হিলি বাসুদেবপুর ক্যাম্পপট্টি গ্রামের মোঃ লিয়াকত হোসেনের স্ত্রী পেশাদার মাদক ব্যবসায়ী চায়না বেগম, মেয়ে শাহিনুর রহমান স্মৃতি, ও ছেলে মোঃ মোহাব্বত আলী।
হাকিমপুর থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ জানান, গোপন তথ্যের ভিত্তিতে থানার দক্ষিন বাসুদেবপুর (ক্যাম্পপট্টি) এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে একই পরিবারের পেশাদার মাদক ব্যবসায়ী আসামী মোছাঃ চায়না বেগম (৪৫) স্বামী-মোঃ লিয়াকত হোসেন, মোছাঃ শাহিনুর রহমান স্মৃতি (২৬) ও মোঃ মোহাব্বত আলী (১৮) উভয়ের পিতা-মোঃ লিয়াকত আলীকে তাদের বাড়ী হতে মোট ৮৩ গ্রাম হেরোইন ও ১১০০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক তাদের আটক করা হয়।