মোরশেদ-উল-আলম, চিরিরবন্দর প্রতিনিধি ঃ দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার বহুল প্রতীক্ষিত ১২ ইউপির নির্বাচন আগামী ৫ই জানুয়ারি-২০২২ খ্রি. বুধবার অনুষ্ঠিত হবে। গত ২৭ নভেম্বর শনিবার দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের সভা শেষে সংবাদ সম্মেলনে ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা করেন ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার। নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার খবরে উপজেলার সংশ্লিষ্ট ইউনিয়নগুলোতে উৎসবের আমেজ বিরাজ করছে। ইউনিয়নের হোটেল-রেস্তরাঁ ও বিভিন্ন মোড়ে মোড়ে শুধুই নির্বাচনের খবর নিয়ে আলোচনা করছে মানুষ। কে কে চেয়ারম্যান ও মেম্বার পদে লড়াই করবেন সেই নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। ভোট দলীয় মার্কায় হবে কিনা, আর দলীয় মার্কায় হলেও আওয়ামী লীগের মনোনয়ন কে পেতে পারেন সেই আলোচনায় সরগরম ইউনিয়নের সর্বত্র। তফসিল ঘোষণার পরেই সম্ভাব্য প্রার্থীরা তাদের কর্মী-সর্মথকদের খোঁজ নিতে শুরু করেছেন।
উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী কে কেন্দ্রিয় মনোনয়ন বোর্ড তা চূড়ান্ত করেছে। গত ২ ডিসেম্ব^র বৃহস্পতিবার সন্ধ্যায় কেন্দ্রিয় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার স্বাক্ষরিত এক পত্রে তথ্যটি নিশ্চিত করা হয়েছে।
আগামী ৫ জানুয়ারি-২০২২ ইউনিয়ন পরিষদ নির্বাচনে উপজেলার ১২টি ইউনিয়নের নৌকা মার্কার মনোনয়ন পেয়েছেন যারা তারা হলেন-১নং নশরতপুর ইউনিয়ন পরিষদে বর্তমান চেয়ারম্যান মোঃ নূর ইসলাম নুরু, ২নং সাতনালা ইউনিয়ন ইউনিয়ন পরিষদে মোঃ নূর ইসলাম, ৩নং ফতেজংপুর ইউনিয়ন পরিষদে বর্তমান চেয়ারম্যান নূর মোহাম্মদ লুনার, ৪নং ঈসবপুর ইউনিয়ন পরিষদে বর্তমান চেয়ারম্যান মো. আবু হায়দার লিটন, ৫নং আব্দুলপুর ইউনিয়ন পরিষদে মোঃ মোকলেছুর রহমান (বাবু), ৬নং অমরপুর ইউনিয়ন পরিষদে বর্তমান চেয়ারম্যান মোঃ হেলাল সরকার, ৭নং আউলিয়াপুকুর ইউনিয়ন পরিষদে বর্তমান চেয়ারম্যান মোঃ হাসিবুল হাসান (হাসিম বাবু), ৮নং সাঁইতাড়া ইউনিয়ন পরিষদে সন্তোষ কুমার রায়, ৯নং ভিয়াইল ইউনিয়ন পরিষদে বর্তমান চেয়ারম্যান নরেন্দ্র নাথ রায়, ১০নং পুনট্টি ইউনিয়ন পরিষদে বর্তমান চেয়ারম্যান মোঃ নূর-এ কামাল, ১১নং তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদে বর্তমান চেয়ারম্যান সুনীল কুমার সাহা, ১২নং আলোকডিহি ইউনিয়ন পরিষদে বীরমুক্তিযোদ্ধা সাবেক উপজেলা ডেপুটি কমান্ডার মো. আফজাল হোসেন।
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দলের স্থানীয় সরকার ও জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ড দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে বলে জানা যায়।
ঘোষিত পুনঃতফসিল অনুযায়ী, পঞ্চম ধাপের ইউপি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেয়ার শেষদিন ৯ ডিসেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই ১২ ডিসেম্বর, এবং প্রার্থীতা প্রত্যাহারের শেষদিন ১৯ ডিসেম্বর। পূর্বঘোষিত সময়ানুযায়ী ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২০২২ সালের ৫ জানুয়ারি।