নারীর জাগরনে ও নারী পুরুষ সমান অধিকার নিশ্চিতের মাধমে বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রায় নারীরা গুরুত্বপুর্ণ অবদান রাখছে বলে মন্তব্য করেছেন “দিনাজপুরের উদ্যোক্তাবগর্” গ্রুপের সভাপতি সম্পা দাস মৌ। তিনি বলেন করোনাকালীন এ সময় দেশের অর্থনৈতিক চাকা অনেকটা স্থবির হয়ে পড়লেও বর্তমানে নারীরা অনলাইনে বিজনেস এর মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নে সামিল হয়েছে। একজন নারী হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, এটাই নারীদের জন্য বিশেষ অনুপ্রেরনা বলেও মনে করেন তিনি।
রবিবার সকালে দিনাজপুর শহরে প্রেস ক্লাবের পিছনে শাখারী পট্টি এলাকায় এসকে ফ্যাশন এন্ড কসমেটিক্স এর উদ্ভোধনীতে এসব কথা বলেন অঞ্জলী বুটিকস এন্ড টেইলার্স এর স্বত্বাধীকারী ও দিনাজপুরের উদ্যোক্তাবর্গের সভাপতি সম্পা দাস মৌ।
এসকে ফ্যাশন এন্ড কসমেটিক্স এর স্বত্তাধীকারী কৃষ্ণা কর্মকার বলেন ছোট বেলা থেকেই ইচ্ছা ছিল স্বাবলম্বী হয়ে নিজের পায়ে দাড়াবো ।“দিনাজপুরের উদ্যেক্তাবগর্” গ্রুপের মাধ্যমে পরিচালক সম্পা দাস মৌ এর দিকনির্দেশনায় সে স্বপ্ন পুরনে সহযোগিতা করছে বলে দাবী করেন কৃষ্ণা। করোনাকালীন এ সময় অনলাইন বিজনেস এর মাধ্যমে যাত্রা শুরু করলেও বর্তমানে ব্যাক্তিগত ব্যবসা প্রতিষ্ঠান দাড় করেছেন বলে জানান কৃষ্ণা।