৬ নভেম্বর শনিবার বাংলাদেশর ওয়াকার্স পার্টি দিনাজপুর জেলা শাখার আয়োজনে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যে বৃদ্ধি ও বাহাত্তরের সংবিধান পুর্নবহালের দাবিতে বাহাদুর বাজার মোড়ে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচী পালন করে।
বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন বাংলাদেশের ওয়ার্কাস পার্টি দিনাজপুর জেলা শাখার সম্পাদক মন্ডলীর সদস্য রবিউল আউয়াল খোকা, জেলা পার্টি সেক্রেটারী কমরেড হবিবর রহমান জাতীয় শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক বিমল আগারওয়াল, ছাত্র মৈত্রীর সভাপতি বিপ্লব চন্দ্র রায়, সাধারণ সম্পাদক মোঃ আখতারুল ইসলাম নারী মুক্তির মায়া রানী, মারুফা বেগম ও শিবানী ওরাও।
বক্তারা বলেন, বর্তমান সরকার নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের দাম বৃদ্ধি করাতে সাধারন মানুষের নাভীশ্বাস উঠেছে। এর মধ্যে জ্বালানী তেলের দাম বাড়িয়ে শান্ত দেশকে অশান্ত করে তুলছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে জ্বালানী তেল সহ সকল প্রকার নিত্যপ্রয়োজনীয় দ্রব্য মূল্যের দাম কমানোর জোর দাবী করছি। সেই সাথে আমরা বলতে চাই এদেশের স্বাধীনতার সংগ্রামে সকল ধর্মের মানুষের সম্পৃক্ততে এদেশ স্বাধীন হয়েছে। সে সময় যে সংবিধান রচনা হয়েছিল তাতে চারটি স্তম্ভ ছিল। গনতন্ত্র, বাঙ্গালী জাতিয়তাবাদ, সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা। অথচ বিভিন্ন সময় নানা ওযুহাতে এক শ্রেণির দুর্বৃত্তরা তা কাটা ছেড়া করেছে।
শারদীয় দূর্গোৎসবে দেশের বিভিন্ন স্থানে পুজা মন্ডপে এবং মন্দিরে যে ধরণের হামলা, ভাংচুর এব হিন্দু সম্প্রদায়ের বাড়ীতে অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে তা কেবলমাত্র ফৌজদারী অপরাধ নয়, দুর্বৃত্তরা আমাদের মহান মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধের চেতনা এবং পবিত্র সংবিধানের আলোকে অসাম্প্রদায়ীক ও মানবিক সমাজ নির্মাণ ভাবনার মুলে কুঠারাঘাত করেছে।
আমরা বাহাত্তর সালের সংবিধানের মূলনীতি জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা পর্নবহল করতে চাই। আমরা কোনো ভাবেই যুগ যুগ ধরে গড়ে উঠা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হতে দিতে পারি না।