৭ জুন সোমবার দিনাজপুরের খানসামা উপজেলার ৫ নং ভাবকী ইউনিয়ন পরিষদের হলরুমে জেলা তথ্য অফিস, দিনাজপুর এর আয়োজনে “শিশু ও নারী উন্নয়নে সচেতনতা মূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যয়ে)” শীর্ষক প্রকল্পের অধীন নেতৃস্থানীয় ব্যক্তিবর্গে অংশগ্রহণে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত ওরিয়েন্টেশন কর্মশালাটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শরিফুল ইসলাম।
ভিডিও কনফারেন্সের মাধ্যমে অন্যান্য অতিথিদের মধ্যে ওরিয়েন্টেশন কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন খানসামা উপজেলা নির্বার্হী অফিসার আহমেদ মাহবুব-উল ইসলাম, গণযোগাযোগ অধিদপ্তরের কারিগরি প্রশিক্ষণ পরিচালক মোঃ তৈয়ব আলী।
কর্মশালায় অত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে করোনা ভাইরাস প্রতিরোধের উপর বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন দিনাজপুর সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাক্তার শাহ্ মোঃ এজাজ-উল হক, অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসের সিনিয়র ভারপ্রাপ্ত তথ্য অফিসার মোঃ সোহেল মিয়া।
উক্ত কর্মশালায় খানসামা উপজেলার ৫ নং ভাবকী ইউনিয়ন পরিষদের সকল সদস্য, এলাকার শিক্ষক মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত ও রাজনৈতিক ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
কর্মশালায় প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ভিডিও কনফারেন্সের মাধ্যমে তার বক্তব্য বলেন, আমাদের এই জেলা ভারতের সীমান্তবর্তী এলাকা, আমরা জেলাবাসী এই মহামারী করোনা ভাইরাস এর কারণে আতঙ্কের সাথে বসবাস করে চলেছি এবং এই করোনার সাথে যুদ্ধে লিপ্ত হয়ে জীবিকা নির্বাহ করে চলেছি। এই করোনা ভাইরাস থেকে মুক্ত হতে আমাদের সকলকে সচেতন হতে হবে সেই সাথে অপরকে সচেতনতা বৃদ্ধি করার জন্য গণসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করতে হবে তবেই এই ভাইরাস থেকে আমরা রেহাই পাব। সেই সাথে মনে রাখবেন এই ভাইরাসের কোনো ঔষোধ নেই যদি প্রকৃত ওষুধে বলা যায় তাহলে গণসচেতনতাই এই ভাইরাসের প্রকৃত ঔষোধ। তিনি আরো বলেন, মাদক নির্মূলে জন্য এবং যুব সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে বিরত রাখার জন্য সকল শিক্ষক জনপ্রতিনিধি ধর্মীয় নেতৃবৃন্দ এবং স্থানীয় বিভিন্ন নেতৃত্বদানকারীদের ব্যাপক সচেতনতামূলক প্রচার কার্যক্রম পরিচালনা করতে হবে।