মাহবুবুল হক খান ॥ ৫ লাখ টাকা চাঁদার দাবী পরিশোধ করতে না পারায় সন্ত্রাসীদের হুমকীর মুখে পরিবার পরিজন নিয়ে জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছেন দিনাজপুর জেলার বিরল উপজেলার মির্জাপুর উচ্চ বিদ্যালয়ের অসহায় এক প্রধান শিক্ষক।
সোমবার (৭ জুন) সকালে দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে জীবন ও সম্পদের নিরাপত্তা দাবী করে সংবাদ সম্মেলন করেন দিনাজপুর জেলার বিরল উপজেলার মির্জাপুর গ্রামের মৃত হামিদুল্লাহ‘র পুত্র এবং মির্জাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মোত্তিলব।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, বিরল উপজেলার মির্জাপুর মৌজার জেএলনং-১৯৬,সিএস খতিয়ান নং৩৫,১৪৭,এসএ খতিয়ান নং ১১ ও এসএ নং ১৬ এর ২৮৩/৬৬২ নং দাগের ১৪ শতক জমির মধ্যে ৪ শতক জমি পরিবার পরিজন নিয়ে আমি দীর্ঘদিন ভোগ দখল করছি। ২০২০ সালের অক্টোবর মাসে ওই জমিতে আমি মার্কেটের জন্য দোকানঘর নির্মানের কাজ শুরু করলে প্রতিপক্ষ নজরুল ইসলাম ও তার সহযোগি সন্ত্রাসীরা ৫ লাখ টাকা চাঁদা দাবী করেন। চাঁদা দিতে অস্বীকার করলে নজরুল ও সন্ত্রাসীরা আমার দোকানঘর ভাংচুর করে আমাকে প্রাণনাশের হুমকি দেয়। তাতেও তারা ক্ষান্ত হয়নি, উল্টো আমার নামেই আদালতে ১০৭ ধারায় মোকদ্দমা দায়ের করে। কিন্তু পুলিশী তদন্তে তা মিথ্যা প্রমানিত হয় এবং আমি তাদের বিরুদ্ধে ১০৭ ধারায় আদালতে মামলা করলে তারা আমার কোনো ক্ষতি করবে না মর্মে বন্ড দেয়। এছাড়াও তারা আমার কর্মস্থলের ক্ষতি করার জন্যে স্থানীয় বিভিন্ন সংবাদ মাধ্যমে মিথ্যা তথ্য পরিবেশন করে নানানভাবে হয়রানী করেই চলেছে। আমি নজরুল ইসলামের সকল অপকর্মের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার দাবী করছি।
সন্ত্রাসীদের মদদদাতা নজরুল ইসলাম ও তার সন্ত্রাসীদের হাত থেকে জীবন ও সম্পদ রক্ষায় প্রশাসনের সহযোগিতা কামনা করেন প্রধান শিক্ষক মোঃ আব্দুল মোত্তালিব।