মোঃ নুর ইসলাম, দিনাজপুর ॥ দিনাজপুর পৌরসভার প্যানেল মেয়র ও উপশহর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট এর প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আবু তৈয়ব আলী দুলাল বলেছেন, প্রতিটি ছাত্র-ছাত্রীর মধ্যে প্রতিভা আছে, শিক্ষার্থীদের নিজস্ব প্রতিভাকে কাজে লাগিয়ে দেশ ও জাতি গঠনে এগিয়ে আসতে হবে। তোমাদের জীবনে পরিকল্পনা করে সেইভাবে ভবিষ্যতে ভালো জায়গায় যেতে হবে। তোমাদের মধ্যে পড়ালেখার বিষয়ে তথ্য আদান-প্রদান থাকতে হবে। সকলের মধ্যে ভ্রাতৃত্ববোধ গড়ে তুলতে হবে।
৭ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১০টায় শহরের উত্তর ফরিদপুরস্থ উপশহর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট এর ২০২০-২০২১ শিক্ষাবর্ষের প্রথম পর্ব গার্মেন্টস টেকনোলজি শিক্ষার্থীদের নবীন বরণ, ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের ৭ম পর্ব টেক্সটাইল ও গার্মেন্টস টেকনোলজি শিক্ষার্থীদের “ইউটিইআই অডিটোরিয়ামে” বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ তোফায়েল আহম্মেদ নাবিল’র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সাবেক অধ্যক্ষ মোছাঃ নুরজাহান বেগম, প্রতিষ্ঠানের ইন্সট্রাক্টর (ননটেক) মোঃ সবুজার রহমান। ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ তোফায়েল আহম্মেদ নাবিলকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে শিক্ষিকা মাহাবুবে মঞ্জুর-ই-খুদা ফুল দিয়ে বরণ করেন। এসময় উপস্থিত ছিলেন শিক্ষক মোঃ শাহনেওয়াজ তালুকদার, মোঃ রেজওয়ানুল মজুমদার, সুবল চন্দ্র রায়, বিকাশ চন্দ্র বর্মন, মাহাবুবে মঞ্জুর-ই-খুদা, মোঃ আজাদ নুর প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে নবীন ও বিদায়ী শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন অন্যান্য শিক্ষার্থীরা। এছাড়াও অতিথিবৃন্দদের ফুল দিয়ে বরণ করা হয়। অপরদিকে নবীন ও বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে প্রধান অতিথিকে উপহার প্রদান করা হয়।
উক্ত অনুষ্ঠানে ৬ষ্ঠ পর্বের শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান ও ৪র্থ পর্বের শিক্ষার্থী মোঃ আইনুল ইসলাম পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করায় প্রতিষ্ঠানের পক্ষ থেকে ২ মেধাবী শিক্ষার্থীকে ২টি ল্যাপটপ উপহার দেওয়া হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন ৩য় পর্বের শিক্ষার্থী মোঃ আজাদ হোসেন ও মার্জিয়া আক্তার মৌ।