৭ নভেম্বর রোববার বালুবাড়ী প্রকৌশলী রফিকুল আমিন বাবুর বাড়িতে পুরনো স্মৃতি জড়ানো বাংলা স্কুলের “আমরা বাহাত্তোরের ব্যাচ” ৫০ বছরের বন্ধুত্বের উৎসবকে সামনে রেখে সভা অনুষ্ঠিত হয়।
মোঃ আবেদুর রহমান বিরাজ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রকৌশলী মোঃ কামরুজ্জামান, মোঃ রফিকুল আমিন বাবু, কাফিলওয়ারা মাসুদ, কাশী কুমার দাস, শরফুদ্দিন আহম্মেদ পুটু, আব্দুর রাজ্জাক পিকু, মীর রায়হান আলী, মোঃ আফতাব আলম বাবু, আছলামুর রহমান মাহবুব। সভায় সর্বসম্মতিক্রমে আগামী বন্ধু সভা-২০২২ মার্চ মাসে অনুষ্ঠিত করার জন্য সম্ভব্য তারিখ নির্ধারণ করা হয়।
সভার শুরুতে বাংলা স্কুলের বাহাত্তোর সালের ব্যাচের বন্ধু ওয়াসেফ আলী খানের মৃত্যুতে ১ মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন শেষে তার রুহের মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন প্রকৌশলী কামরুজ্জামান। সেইসাথে বন্ধু প্রকৌশলী রঞ্জন কুমার দাসের আসু রোগমুক্তি কামনা করে বিশেষ প্রার্থনা অনুষ্ঠান পরিচালনা করেন কাশী কুমার দাস ঝন্টু।
সভাপতির বক্তব্যে মোঃ আবেদুর রহমান বিরাজ বলেন, শুধু বাংলা স্কুলের বাহাত্তোরের ব্যাচের এটি সভায় নয়, এই বন্ধুত্বের উৎসব কমিটি প্রতিটি বন্ধুর সুখে-দুঃখে, আনন্দে একে অপরের পাশে দাঁড়ানোর একটি প্লাটফর্ম আমরা গড়ে তোলার চেষ্টা করছি। বাহাত্তোরের বন্ধুরা তাদের পরিবারের সদস্যদের নিয়ে বন্ধুত্বের সম্পর্ককে আরও দৃঢ় করতে এই উৎসবের আয়োজন।