দিনাজপুর আদর্শ মহাবিদ্যালয়ের গভর্নিং বডির শিক্ষক প্রতিনিধি নির্বাচন সম্পন্ন হয়েছে।
৭ নভেম্বর রোববার দিনাজপুর আদর্শ মহাবিদ্যালয়ের গভর্নিং বডির ৩ শিক্ষক প্রতিনিধি নির্বাচনে পদার্থ বিজ্ঞান বিভাগের প্রভাষক মহাদেব শর্মা, রাষ্ট্র বিজ্ঞান বিভাগের প্রভাষক সাজ্জাদুল ইসলাম ও সংরক্ষিত শিক্ষক প্রতিনিধি সদস্য পদে ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক সাজমিন সুলতানা নির্বাচিত হয়েছেন।
সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত একটানা দিনাজপুর আদর্শ মহাবিদ্যালয়ের গভর্নিং বডির শিক্ষক প্রতিনিধি নির্বাচনে ৯৭ জন ভোটারের মধ্যে ৯১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচন পরিচালনা কমিটির রিটার্নিং অফিসার ছিলেন কলেজের অধ্যক্ষ ড. সৈয়দ রেদওয়ানুর রহমান।