হিলি প্রতিনিধি ॥ সুইয়ের মাধ্যমে মাদক গ্রহনকারী এবং তাদের যৌন সঙ্গীদের জন্য সমম্বিত এইচআইভি প্রতিরোধ ও চিকিৎসা কার্যক্রমের লক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দরে উপজেলা পর্যায়ে ডাক্তার ও নার্সদের নিয়ে মতবিনিময় ও পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে আসক্ত পূনর্বাসন সংস্থা (আপস) কেয়ার বাংলাদেশ কনসোর্টিয়াম এর যৌথ আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই মতবিনিময় ও পরামর্শ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: তৌহিদ আল হাসান, সিনিয়ার কনসালটেন্ড, ডা: ফয়জুল আলম, জুনিয়ার কনসালটেন্ড, ডা: ফুইজুল আলম, আরএমও, ডা: কামল রায়
প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তাফিজার রহমমান মিলনসহ অনেকেই।
আসক্ত পূনর্বাসন সংস্থা আপস এর কর্মকর্তা জানান,দিনাজপুর জেলায় ৮ জনের শরীরের এইচআইভি পাওয়া গেছে। হিলিতে ৪০১ জন মাদকসেবীকে বিনামূল্যে আমরা চিকিৎসা সেবী দিয়ে যাচ্ছি।