দিনাজপুর জেলার বিরল উপজেলার পল্লীতে ৭ বছরের শিশু ধষর্ণ ও গলায় ফাঁস দিয়ে হত্যা চেষ্ঠার অভিযুক্ত ব্যাক্তি বা ব্যাক্তিদের দ্রুত আইনের আওতায় আনার জন্য ৭ ডিসেম্বর সকাল ১১ টার দিকে বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাস্ট, বিরল উপজেলা শাখা ও পৌর শাখার উদ্যোগে মানববন্ধন শেষে বিরল উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
বিরল উপজেলা পরিষদের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধনে মানবাধিকার কল্যাণ ট্রাস্টের উপজেলা সভাপতি আব্দুল মালেকের সভাপতিত্বে বক্তব্য রাখেন- বিরল উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বিরল সংবাদের সম্পাদক রমাকান্ত রায়, বিরল প্রেসক্লাবের সভাপতি এম.এ কুদ্দুস সরকার, পৌর সভাপতি মহসিন আলী, উপজেলা সাধারণ সম্পাদক হাফিজুর রহমান প্রমুখ।
উল্লেখ্য, ভান্ডারা ইউনিয়নের ভান্ডারা (পাগলাপীর) গ্রামের ৭ বছরের এক শিশুকন্যাকে গত ২ ডিসেম্বর বৃহষ্পতিবার বিকাল আনুমানিক ৪ টায় বাড়ীর সকলের অগোচরে একা পেয়ে ঘর্ষণের পর ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যু নিশ্চিত ভেবে ধর্ষক পালিয়ে যায়।
এ সময় শিশুকন্যার মা গরু-ছাগল এর খাদ্য নিয়ে বাসায় ফিরলে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় শিশুকন্যাকে দেখতে পেয়ে চিৎকার করলে প্রতিবেশিরা এসে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেয়। পুলিশ ব্যাপক তথ্য অনুসন্ধানপূর্বক একই এলাকার উসমান আলীর ছেলে রাসেল (২২) কে রাতেই আটক করে বিরল থানায় নিয়ে আসে। এ ব্যাপারে বিরল থানার মামলা নং- ২, তাং-৩/১২/২০২১ ইং। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই নজরুল ইসলাম জানান- অভিযুক্ত রাসেলকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। রিমান্ডের জন্য আদালতে আবেদন করা হয়েছে। ঘটনাটি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। শিশুটি দিনাজপুর এম.আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে অচেতন অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।