
মোঃ নুর ইসলাম, দিনাজপুর ॥ ৮ আগস্ট রোববার’২০২১ জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর দিনাজপুর এর আয়োজনে “বঙ্গমাতা সংকটে সংগ্রামে নির্ভীক সহযাত্রী” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব-এর ৯১ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও সেলাই মেশিন বিতরণ ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের এমপি এডভোকেট জাকিয়া তাবাসসুম জুঁই। উক্ত অনুষ্ঠানে দিনাজপুর জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও দিনাজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইমাম চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার শচীন চাকমা, দিনাজপুর সিভিল সার্জন ডাক্তার আব্দুল কুদ্দুস, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান চৌধুরী মাইকেল।
অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন দিনাজপুর জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মোর্শেদ আলী খান। উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন দিনাজপুর জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ সাইফুল আলমসহ বিভিন্ন নারী সংস্থার নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এবং সর্বশেষে অসচ্ছল নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।
উল্লেখ্য যে, বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব-এর ৯১ তম জন্মবার্ষিকী উপলক্ষে দিনাজপুর জেলায় ৯১ জন অসচ্ছল নারীদের মাঝে সেলাই মেশিন এবং ৩০ জনকে জন প্রতি ২ হাজার টাকা নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।