বঙ্গমাতা বেগম ফজিলাতুননেছা এর ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে দিনাজপুরে শহর ও সদর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে কোরআন তেলাওয়াত, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
স্বাস্থ্যবিধি মেনে দিবসটি উপলক্ষে আজ রোববার বেলা সাড়ে ১১টায় শহরের বাসুনিয়াপট্টিস্থ দলীয় কার্যালয়ে আলোচনা সভায় শহর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রায়হান কবির সোহাগ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি দেবাশীষ ভট্টাচার্য, সত্য ঘোষ, যুগ্ম সাধারণ সম্পাদক জহির খান, অনুপ কুমার দে, সাংগঠনিক সম্পাদক এ্যাড শামীম আলম সরকার বাবু, এনাম উল্ল্যাহ জ্যামী, মহিলা বিষয়ক সম্পাদক উপাধ্যক্ষ হাসিনা আখতার শিউলী, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মাসুদ রানা, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক প্রভাষক মাহমুদুল হক কোরায়শি দুলাল, দপ্তর সম্পাদক মোহাম্মদ হাশিম প্রমুখ।
এছাড়াও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম খালেক্জ্জুামান রাজু এর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম, ১১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান মাসুম, শহর যুবলীগের সভাপতি আশরাফুল আলম রমজান প্রমুখ।
এদিকে, বঙ্গমাতা বেগম ফজিলাতুননেছা এর ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে দলীয় কার্যালয়ে কোরআন তেলাওয়াত শেষে দোয়া মাহফিলে বিশেষ মোনাজাতে অংশ নেন উপস্থিত সকলেই।
এর আগে দলীয় কার্যালয়ে স্থাপিত বঙ্গমাতা বেগম ফজিলাতুননেছা এর প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ অর্পণ করেন শহর ও সদর উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা।