দিনাজপুর জেলা আইনজীবী সমিতির বাংলা ১৪২৮ সনের নবনির্বাচিত কার্যনিবাহী কমিটির সদস্যদের শপথবাক্য পাঠ ও দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান বুধবার (৮ সেপ্টেম্বর) বিকেলে সমিতির নতুন ভবন মিলনায়তনে সম্পন্ন হয়েছে।
নবনির্বাচিত সদস্যদের শপথবাক্য পাঠ করান সিনিয়র আইনজীবী আলহাজ্ব মোহাম্মদ ইছাহক। শপথগ্রহণ শেষে নবনির্বাচিত ও পর্বের কমিটির সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এছাড়া প্রধান নির্বাচন কমিশনার এ্যাড. আবুল কালাম আজাদ ও নির্বাচন কমিশনার এ্যাড. কবির বিন গোলাম চার্লিকেও ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
পরে জেলা আইনজীবী সমিতির বর্তমান সভাপতি মোঃ মাজহারুল ইসলাম সরকার’র সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন নবনির্বাচিত কমিটির সভাপতি মোঃ একরামুল আমিন, সাধারণ সম্পাদক মোঃ তহিদুল হক সরকার, সিনিয়র আইনজীবী ও সাবেক সভাপতি মোঃ আজিজুল ইসলাম জুগলু, আইনজীবী সমিতির সদস্য জাকিয়া তাবাস্সুম জুই এমপি। আইনজীবী সমিতির নির্বাচনের জন্য গঠিত প্রধান নির্বাচন কমিশনার এ্যাড. মোঃ আবুল কালাম আজাদ-৪। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা আইনজীবী সমিতির বর্তমান সাধারণ সম্পাদক হাজীমোঃ সাইফুল ইসলাম-২। সভায় অতিতের সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গিকার ব্যক্ত করা হয়।
দিনাজপুর জেলা আইনজীবী সমিতির বাংলা ১৪২৮ সনের নবনির্বাচিত কার্যনিবাহী কমিটির সদস্যরা হলেন- সভাপতি মোঃ একরামুল আমিন, সহ-সভাপতি মোঃ নুরুল ইসলাম-৪, মোঃ মেহবুব হাসান চৌধুরী লিটন, সাধারণ সম্পাদক মোঃ তহিদুল হক সরকার, সহ-সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম-২, ইদ্রোজিৎ কুমার রায় (অনিক), কোষাধ্যক্ষ রনি চন্দ্র রায়, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মোছাঃ সাহিমা সুলতানা (হীরা), সমাজ কল্যাণ ও ধর্মীয় সম্পাদক আলহাজ¦ মোঃ মিজানুর রহমান, পাঠাগার সম্পাদক মোঃ কামরুল হাসান-১, এবং নির্বাহী ৫ জন সদস্য হলেন-মোঃ আবুল কালাম আজাদ-৫, মোঃ মাসুদ রানা-২, মোঃ সাদিব বিন গোলাম নাসের, মোছাঃ সাবিনা ইয়াসমিন-২ ও মোঃ সাদেকুজ্জামান সাগর।