দিনাজপুরে জাতীয়তাবাদী মহিলাদলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৫টায় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেল রোডস্থ দলীয় কার্যালয়ে দিনাজপুর জেলা মহিলাদলের উদ্যোগে আলোচনা সভা ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে জেলা মহিলাদলের সভাপতি নাজমা মসির’র সভাতিত্বে ও জেলা মহিলাদলের সাধারণ সম্পাদক দিনাজুর পৌরসভার কাউন্সিলর শাহিন সুলতানা বিউটির সঞ্চালনায় আলোচনা সভা ও দোয়া মাহফিলে জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক আলহাজ¦ রেজিনা ইসলাম, যুগ্ম আহবায়ক ও দিনাজপুর পৌর বিএনপির আহবায়ক আলহাজ্ব মাহবুব আহম্মেদ, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ মোকাররম হোসেন, যুগ্ম আহবায়ক আখতারুজ্জামান জুয়েল, হাসানুজ্জামান উজ্জল, পৌর বিএনপির সাবেক সভাপতি আলহাজ¦ সোলায়মান মোল্লা, সাবেক সাধারণ সম্পাদক সামসুজ্জামান চৌধুরী খোকা, সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল মান্নান সরকার, পৌর বিএনপি নেতা শরিফ জাকির হোসেন হিরা, জেলা মহিলাদলের সিনিয়র সহ-সভাপতি মনওয়ারা বেগম, সহ-সভাপতি জিনাত আরা, সাংগঠনিক সম্পাদক বিলকিস আরা ফয়েজ, মহিলাদল নেত্রী ও পৌরসভার কাউন্সিলর মোছাঃ হাসিনা বেগম, মাহমুদা খাতুন, সায়েকা বেগম, তাসবিহা খাতুন, মোশায়রা, রাখা, নুরজাহান পুতুল, পারুল, লাকি,সুমী,লাবনীসহ মহিলাদলের অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে দলের চেয়ারপারসন বেগম জিয়ার সুস্থতা কামনাসহ দেশ ও জাতির কল্যাণ কামনা করে মুনাজাত করা হয়।