
মোঃ নুর ইসলাম, দিনাজপুর ॥ ৯ অক্টোবর শনিবার সকাল ১১টায় ব্র্যাক লার্নিং সেন্টার এর হলরুমে ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজ এর আয়োজনে ব্র্যাক সিড ডিলার-রিটেইলার কর্মশালা-২০২১ অনুষ্ঠিত হয়েছে।
সকল ব্র্যাক সিড ব্যবসায়ী ও ডিলারদের সমন্বয়ে অনুষ্ঠিত দিনব্যাপী ব্র্যাক সিড এর কর্মশালায় ব্র্যাক দিনাজপুর জেলা সমন্বয়কারী মোঃ আরিফুল ইসলাম আরিফ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক সিডের পিএম কৃষিবিদ মোঃ জহুরুল ইসলাম। কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভেন্টা কোম্পানীর বিজনেস ম্যানেজার ড. এ.বি.এম. জিয়াউর রহমান, ব্র্যাক সিড এর কোয়ালিটি এন্ড মনিটরিং ইউনিট ম্যানেজার কৃষিবিদ এস. এম মোস্তাফিজুর রহমান প্রমূখ।
দিনব্যাপী ২শত জন বীজ ব্যবসায়ী ও বীজ ডিলারদের নিয়ে কর্মশালায় ব্র্যাক সিড দিনাজপুর অঞ্চলের আঞ্চলিক ম্যানেজার মোঃ আনিসুর রহমান এর পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন মোঃ আকতারুল ইসলাম, বীজ ব্যবসায়ীদের মধ্যে বক্তব্য রাখেন কৃষিবিদ মোঃ আব্দুল মান্নান, ডিলারদের পক্ষ থেকে বক্তব্য রাখেন মোঃ ইসাহাক আলী প্রমূখ।