মোঃ নুর ইসলাম, দিনাজপুর ॥ ৯ডিসেম্বর বৃহস্পতিবার সরকারি ও বেসরকারী সংস্থার উদ্দ্যেগে সারা দেশে ২৫ নভেম্বর থেকে ১০ডিসেম্বর পর্যন্ত নারী নির্যাতন প্রতিরোধ পক্ষকে সামনে রেখে দিনাজপুর এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে “নারী নির্যাতন বন্ধ করি, কমলা রঙের বিশ্ব গড়ি” এই পতিপাদ্যকে সামনে রেখে নারী ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে ও প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠিত প্রীতি ফুটবল ম্যাচে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোঃ মোমিনুল করিম।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ দিনাজপুর এরিয়া কো-অর্ডিনেশন অফিসের সিনিয়র ম্যানেজার অরবিন্দ সিলভেষ্টার গমেজ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কোতয়ালী থানার ওসি মোজাফফর হোসেন, সেন্ট ফিলিপস্ হাই স্কুল এন্ড কলেজ-এর উপাধ্যক্ষ জেমস সঞ্জিব সরকার সি.এস.সি, ঈদগাহ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফজলুর রহমান, জুবিলি হাই স্কুলের সহকারি প্রধান শিক্ষক মোঃ আকরাম হোসেন প্রমূখ।
প্রধান অতিথি মোমিনুল করিম বলেন, আজকে যারা এই খেলায় অংশগ্রহন করছে তারাই একদিন বাংলাদেশকে বর্হিবিশ্বে খেলার জগতে প্রতিনিধিত্ব করবে। থানায় নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী ডেস্ক রয়েছে যার মাধ্যমে পুলিশ প্রসাশন জনগনের সেবা প্রদান করে যাচ্ছে।
নারী ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে ও প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এই প্রীতি ফুটবল খেলায় প্রচুর দর্শক খেলা উপভোগ করে।