বতর্মানে দিনাজপুরে অনলাইন প্লাটফর্মে সফল ভাবে ব্যবসা করে যাচ্ছেন নারী উদ্যোক্তাগন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের কল্যাণে তারা স্বাবলম্বীও হয়ে উঠছেন। তাদেরই একজন মেকাপ আর্টিস্ট হাফিজা পারভীন শিমু। সে দিনাজপুর অনলাইন শপিং গ্রুপের মডারেটর। অনলাইন ব্যবসার পাশাপাশি তার নতুন সংযোজন পোশাকের দোকান ‘এসপি ফ্যাশন হাউস’। যেখানে ক্রেতাগণ অনলাইন অথবা স্ব শরীরে উপস্থিত হয়ে কিনতে পারবেন পছন্দের পোশাক।
আনুষ্ঠানিক ভাবে ফিতা ও কেক কেটে বুধবার (৮ ডিসেম্বর ২০২১) বিকেলে দিনাজপুর শহরের কাচারী রোডে ‘এসপি ফ্যাশন হাউস’ এর উদ্বোধন করেন প্রধান অতিথি দিনাজপুর বিসিক এর উপ মহাব্যবস্থাপক মো. আমজাদ হোসেন।
বিশেষ অতিথি ছিলেন দিনাজপুর যুব উন্নয়ন অধিদপ্তর উপ-পরিচালক খন্দকার মো: রওনাকুল ইসলাম, দিনাজপুর বিসিক এর সম্প্রসারণ কর্মকর্তা আল মামুন, বিডি অনলাইন সফটওয়ার সার্ভিস এন্ড সল্যুশন এর প্রতিষ্ঠাতা মো. মমিনুল ইসলাম, দিনাজপুর অনলাইন শপিং গ্রুপের এডমিন মসলেহা বেগম মলি।
এছাড়া অন্যান্যদের মধ্যে উদ্যোক্তা শিমু’র বাবা বীরমুক্তিযোদ্ধা মো. হানিফ আকন্দ ও গ্রুপের মডারেটর আতিকা মনোয়ার আঁচল, সুবর্ণা রায়, সিম্মি সিম্মি, অমিত রায়, আলবনি ইসরাইল বৃষ্টি এবং ভলেন্টিয়ার আফরিন প্রাপ্তি, মৌরিন মিতু, বাবলি, আরজুমান সাথি উপস্থিত ছিলেন।
উদ্যোক্তা হাফিজা পারভিন শিমু জানান, প্রতিটা মেয়ের উদ্যোক্তা হওয়া প্রয়োজন। জীবনের কোন পর্যায়ে কি হয় তা কারই জানা নেই। নিজের উপার্যনের অর্থ দিয়ে কিছু করার মধ্যে যে আনন্দ তা বলে বুঝানো সম্ভব নয়। এ জন্য প্রতিটি মেয়ের পারিবারিক সহযোগিতা একান্ত প্রয়োজন। যাতে পুরুষের পাশাপাশি তারা আর্থিক ভাবে স্বাবলম্বী হতে পারে।
তিনি আরও জানান, ‘এসপি ফ্যাশন হাউস’ এ সকল প্রকার শাড়ী, পাঞ্চাবী, টু-পিচ, থ্রি-পিচ ও গাউন পাওয়া যাবে। পাশাপাশি ব্লক প্রিন্ট, হ্যান্ড পেইন্ট, কাপল সেট অর্ডার নিয়ে কাস্টমাইজ করে দেয়া হয়।