এমপিওভুক্তসহ ১১ দফা বাস্তবায়নের দাবিতে আজ সকালে দিনাজপুর সমাজ সেবা কার্যালয়ের সামনে মানববন্ধন, শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি এবং স্মারকলিপি প্রদান করেছে দিনাজপুর জেলার সকল প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকরা।
সেবা হোক শিক্ষার উপকরণ শ্লোাগান ও অনলাইনে আবেদনকৃত প্রতিবন্ধী বিদ্যালয় সমুহের একসাথে স্বীকৃতি ও এমপিও এবং প্রতিবন্ধীদের মৌলিক অধিকার শিক্ষার দাবিতে ৯ ডিসেম্বর বৃহস্পতিবার বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যায়ে শিক্ষক সমিতির আয়োজনে দিনাজপুর সমাজসেবা কার্যালয়ের সামনের সড়কে সংগঠনের শিক্ষকরা মুলদাবি এমওিভুক্তসহ ১১ দফা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন, শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি ও দিনাজপুর জেলা সমাজ সেবা কর্মকর্তা বরাবরে স্মারকলিপি প্রদান করেছে।
মানববন্ধনে সংগঠনের নেতাকর্মীরা দাবীর স্বপক্ষে সরকারের দৃষ্টি আর্কষনের জন্যে থালা,বিভিন্ন শ্লোগান সম্বলিত ফেষ্টুন প্রর্দশন করেন। এসময় তারা দেশের প্রতিবন্ধী শিক্ষাথীদের শিক্ষার আলো ছড়িয়ে দিতে প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকদের বাঁচাতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সাহায্য কামনা করেন।
এসময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষক সমিতির আহ্বায়ক মোঃ গোলাম রব্বানী, যুগ্ম আহ্বায়ক নিলুফার ইয়াসমিন, সংগঠনের কেন্দ্রীয় সদস্য মোঃ রুপম, মোঃ মশিউর রহমান ও জেলা শাখার সদস্য মোঃ নাজমুল ইসলাম। পরে সংগঠনের নেতৃবৃন্দ সমাজসেবা কর্মকর্তার নিকট ১১ দফা দাবী সম্বলিত স্মারকলিপি জমা দেন।