মোঃ নুর ইসলাম, দিনাজপুর ॥ জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্চ ইনষ্টিটিউটের উদ্দ্যোগে হার্ট ফেইলিউর রুগীদের নিবিড় চিকিৎসা কার্যক্রম পরিচালনার লক্ষে উত্তর বঙ্গে এই প্রথম “ হার্ট ফেইলিউর ক্লিনিক” এর যাত্রা শুরু।
৯ ই ডিসেম্বর সকাল ১১ টায় জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্চ ইনষ্টিটিউট দিনাজপুর- এর উদ্দ্যোগে আনুষ্ঠানিক ভাবে “হার্ট ফেইলিউর ক্লিনিক” -এর কার্যক্রম শুরু হয়। এই উপলক্ষে দিনাজপুর কেয়ার নার্সিং কলেজ অডিটরিয়ামে “The Burden of Heart Failure patients and How to overcome ” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্চ ইনষ্টিটিউটের সিনিয়র কনসালটেন্ট কার্ডিওলজিস্ট ডাঃ মোঃ মেসবাহ্উল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বি এম এ দিনাজপুর শাখার সন্মানিত সভাপতি অধ্যাপক ডাঃ এস এম ওয়ারেস আলী সরকার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিয়া হার্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এ কে এম আজাদ, যুগ্ম সম্পাদক আবু তাহের আবু, কোষাধ্যক্ষ আনোয়ারুল কবির, নির্বাহী সদস্য সাবেক এম পি রেজিনা ইসলাম, মোঃ আখতারুজ্জামান মিয়া, নাজমা মসির, হাসপাতাল পরিচালক ডাঃ সুধা রঞ্জন রায়, দিনাজপুর কেয়ার নার্সিং কলেজের অধ্যক্ষ ড. শারমিন সাত্তার, জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্চ ইনষ্টিটিউটের সিইও, চিকিৎসকবৃন্দ, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থীবৃন্দ।
নোর্ভাটিস (বাংলাদেশ)-এর সহযোগীতায় আয়োজিত সেমিনারে হার্ট ফেইলিউর রুগীদের চিকিৎসা, জীবন যাপন এবং সামগ্রীক দায়িত্বশীল নিবিড় কার্যক্রম পরিচালনার লক্ষে ডাঃ রুবায়েত মাহসীন বিভিন্ন কার্যকর প্রস্থাবনা উপস্থাপন করেন।
দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্চ ইনষ্টিটিটের বিশেষ তত্ত্বাবধানে এখন থেকে “হার্ট ফেইলিউর” ক্লিনিকের মাধ্যমে প্রতি বৃহস্পতিবার সকাল ৯ টা হতে বিকাল ৫ টা পযর্ন্ত নিয়মিত প্রশিক্ষণ প্রাপ্ত হৃদরোগ বিশেষজ্ঞ, দক্ষ নার্স, ফিজিও থেরাপিস্ট এবং ডায়টেশিয়ান-এর মাধ্যমে চিকিৎসা দেওয়া হবে। প্রতিটি রুগীর ডাটাবেইজ মেইনটেইন করে বিশেষ ব্যবস্থায় সরাসরি অনলাইনে চিকিৎসা কার্যক্রম অব্যহত রাখা হবে জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্চ ইনষ্টিটিউটের ।