নাজমুল ইসলাম, বীরগঞ্জ ॥ দিনাজপুরের বীরগঞ্জে আলু চাষী ও আলু ব্যবসায়ী কল্যাণ সমিতি’র উদ্দ্যেগে কোল্ড স্টোরেজের ন্যায্য ভাড়ার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
১০জুন (বৃহস্পতিবার) সকাল ১১টায় বিজয় চত্তরে বীরগঞ্জ আলু চাষী ও আলু ব্যাবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আব্দুল মালেক এর নেতৃত্বে আলু চাষী ও আলু ব্যাবসায়ীগণ মানববন্ধনে অংশ গ্রহন করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক দিপংকর রাহা বাপ্পি, ঠাকুরগাও জেলা আলু চাষী ও আলু ব্যাবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মোঃ রমজান আলী, দিনাজপুর জেলা আলু চাষী ও আলু ব্যাবসায়ী কল্যাণ সমিতির সভাপতি লিয়াকত আলী, বীরগঞ্জ আলু চাষী ও আলু ব্যাবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক হরসুন্দর বর্মন, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম, কোষাদক্ষ রেজাউল ইসলাম, প্রচার সম্পাদক হাবিবুর রহমান।
এসময়ে বক্তারা বলেন, কোল্ড স্টোরেজের বর্তমান ভাড়া ৩০০ টাকা। যা সারাদেশে এই ভাড়া বর্তমানে কোথাও নেই । তাই অতিরিক্ত ভাড়া কমিয়ে ১৫০ থেকে ২০০ টাকা আনার জোড় দাবি জানায়। বক্তারা আরও বলেন, ২৪ ঘন্টার মধ্যে যদি আমাদের এই দাবি না মানা হয় তাহলে আমরা আরও কঠোর আন্দোলন কর্মসূচি গ্রহন করব।