মোঃ নুর ইসলাম ॥ দিনাজপুরে স্ত্রীকে হত্যা করার দায়ে আদালতের দ-প্রাপ্ত আসামীর ফাঁসির কার্যকর করা হয়েছে দিনাজপুর জেলা কারাগারে।
রংপুরের মিঠাপুকুর উপজেলার ভক্তিপুর চৌধুরীপাড়া এলাকার মৃত আছির উদ্দীনের ছেলে দন্ডপ্রাপ্ত ফাঁসির আসামী আব্দুল হক। ২০০২ সালের ২৮ আগষ্ট থেকে আব্দুল হক কারাগারে বন্দি ছিলেন।
মামলা সূত্রে জানা যায়, ২০০২ সালের ফেব্রুয়ারী মাসে আব্দুল হক তার স্ত্রীকে হত্যা করে। এই ঘটনায় পরের দিন ৯ ফেব্রুয়ারী আব্দুল হকের শ্বাশুড়ী বাদী হয়ে মিঠাপুকুর থানায় ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১১(ক) ধারায় একটি হত্যা মামলা দায়ের করেন (মামলা নং-১৫)। যার নারী ও শিশু মামলা নং-৩৩৭/২০০২। ৫ বছর পরে স্বাক্ষ্য প্রমাণাদির পর ২০০৭ সালের ৩ মে রংপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ আদালত আব্দুল হককে মৃত্যুদন্ডে দন্ডিত করে।
পরে আব্দুল হকের পরিবার হাইকোর্ট ও সুপ্রীমকোর্টে আপীল করলেও সেখানে সাজা বহাল থাকে। পরবর্তিতে ৯ জুন’২০২১ দিবাগত রাত ১২ টা ০১ মিনিটে তার ফাঁসি কার্যকর হয়।
ফাঁসি কার্যকরের পূর্বে নিহতের পরিবারের ১৫ জন সদস্য তার সাথে শেষ সাক্ষাত করেন এবং খাবার খাইয়ে ঘন্টাখানিক অবস্থান করে চলে যান।
রাতে তার ফাঁসি কার্যকর হয়, এ সময় রংপুর ডিআইজি (প্রিজন) আলতাফ হোসেন, জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী, পুলিশ সুপার আনোয়ার হোসেন, দিনাজপুর সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুছ, চিকিৎসকসহ প্রশাসনের কর্মকর্তা ও জেলা কারাগারের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।