উন্নত জাতি গঠনে শিশুদের প্রতি বেশি যত্নবান হতে হবে উল্লেখ করে দিনাজপুরের জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী বলেছেন, শিশুদের মেধা বিকাশে অভিভাবকদের প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে। শিশুরা যাতে ভালো কাজে ব্যস্ত থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। শিশুদের জন্য ইতিবাচক পরিবেশ গড়ে তুলতে বাবা-মা’দের দৈনন্দিন কাজ কর্ম শেষে বাঁচ্চাদের সময় দিতে হবে। শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে বাবা-মায়ের ভুমিকা অপরিসীম। লেখাপড়ার পাশাপাশি শিশুদের নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে সকলকেই সহযাগিতা করতে হবে।
১০ অক্টোবর রোববার শিশু একাডেমী অডিটোরিয়ামে জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমী দিনাজপুর জেলা শাখা আয়োজিত বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ-২০২১ এর পুরস্কার বিতরণী উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী এ কথা বলেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. সানিউল ফেরদৌস-এর সভাপতিত্বে সমাপণী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুজন সরকার। অনুষ্ঠান পরিচালনা ও স্বাগত বক্তব্য রাখেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. সাইফুল আলম।
শেষে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ-২০২১ উপলক্ষ্যে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের হাতে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী।