দিনাজপুরে ব্যাপক আয়োজনের মধ্যে দিয়ে দৈনিক বাংলাদেশের খবর পত্রিকার ষষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। উক্ত কর্মসূচীর মধ্যে ছিল কেক কাটা ও আলোচনা সভা।
১০ অক্টোবর রবিবার সকাল ১১ টায় দিনাজপুর পর্যটন মটেলের ভিআইপি কনফারেন্স রুমে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রসাশক (সার্বিক) মোঃ শরিফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার মোঃ সোহেল মিয়া, দিনাজপুর সরকারী মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর এম এ জব্বার, দিনাজপুর প্রেসক্লাবের (কালিতলা) সাবেক সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শাহিন হোসেন, এডাব দিনাজপুরের সদস্য সচিব মোঃ মোজাফ্ফর হোসেন, দৈনিক নয়াদিগন্তের জেলা প্রতিনিধি অধ্যাপক মোঃ সাদাকাত আলী খান।
প্রধান অতিথির বক্তব্যে এডিসি জেনারেল বলেন, দেশবাসীর উন্নয়নে সংবাদ প্রকাশ করা জরুরী। সংবাদ প্রকাশের ক্ষেত্রে রেফারেন্সের উপর গুরুত্ব দিতে হবে। বিদেশী ২ সাংবাদিক শান্তিতে মেডেল পুরস্কার পেয়েছেন তা আমাদের সাংবাদিকদের অনুসরণ করতে হবে। সরকারের ২০৪১ ভীষন বাস্তবায়নে এগিয়ে যাওয়া নিমিত্তে সংবাদ প্রকাশের গুরুত্ব দিতে হবে। দৈনিক বাংলাদেশের খবর পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ শাহাদাত হোসেন শাহ্ এর সভাপতিত্বে ও সঞ্চালনায় প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে মুক্ত আলোচনায় অংশ নেন দৈনিক আজকের প্রতিভার বার্তা সম্পাদক মোঃ আব্দুর রহমান, দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মোঃ ইদ্রিস আলী, দৈনিক কালের কন্ঠ পত্রিকার দিনাজপুর জেলা প্রতিনিধি এমদাদুল হক মিলন, শিক্ষক মোঃ মশিহুর রহমান, ইউনিটি ফর এনজিওস দিনাজপুরের সহ-সভাপতি মোঃ আরিফুল ইসলাম, উদ্যোগ সংস্থার নির্বাহী পরিচালক উম্মে নেহার, দৈনিক দিনবদলের সম্পাদক মোঃ রেজাউল করিম, সাবেক সমবায় কর্মকর্তা মোঃ আনোয়ারুল ইসলাম বাবলু, দৈনিক দিন পরিবর্তনের জেলা প্রতিনিধি মাহেদুল ইসলাম রিপন, বাংলাদেশের খবর বিরামপুর প্রতিনিধি মাহবুব আহম্মেদ, দিনাজপুর সংবাদপত্র হর্কার্র্স ইউনিয়নের সভাপতি মোঃ জাফর আলী প্রমুখ। এসময় দিনাজপুরের বিভিন্ন পর্যায়ের প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ, দৈনিক বাংলাদেশের খবর পত্রিকার পাঠক, শুভানুধ্যায়ী, হকারবৃন্দ, লেখক, সমাজকর্মী, গন্যমান্য ব্যাক্তিবর্গ, বিভিন্ন পর্যায়ের এনজিও প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।
স্বাস্থ্য বিধি মেনে আগত সকল অতিথিবৃন্দদের হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক ও ফুলের স্টিক দিয়ে বরন করা হয়। কুরআন তেলাওয়াত, গীতা পাঠ ও জাতীয় সংগীতের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠান শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান, সকল শহিদদের স্মরণে, ভয়াবহ করোনা ভাইরাস থেকে দেশ ও জাতীকে রক্ষা করা এবং যারা মৃত্যুবরণ করেছেন তাদের স্মরণে দোয়া করা হয়। উক্ত অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ও আয়োজনে ছিলেন দৈনিক বাংলাদেশের খবর দিনাজপুর জেলা প্রতিনিধি শাহাদৎ হোসেন শাহ্।