মোঃ নুর ইসলাম, দিনাজপুর ॥ ১০ ডিসেম্বর শুক্রবার বিকেল ৪টায় দিনাজপুর পৌরসভার ১ নং ওয়ার্ডের রামনগর ফুটবল খেলার মাঠ প্রাঙ্গনে রামনগর শান্তি সংঘ-এর আয়োজনে মরহুম জহুরুল আলম পল্টন স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২১-২২ এর শুভ উদ্বোধন হয়েছে।
উক্ত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানের বেলুন-ফেস্টুন উড়িয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি দিনাজপুর পৌরসভার প্যানেল মেয়র মোঃ আবু তৈয়ব আলী দুলাল।
টুর্নামেন্ট এর উদ্বোধনীর পূর্বে আদিবাসী নৃত্য পরিবেশনের মাধ্যমে অতিথিদের বরণ করা হয়। অতিথি বরণ শেষে উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতি শান্তি সংঘের সভাপতি অ্যাডভোকেট মোঃ মোজাহার আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ জুলফিকার আলী স্বপন, দিনাজপুর পৌরসভার ১,২ ও ৩নং ওয়ার্ডের কাউন্সিলর মোছাঃ হাসিনা বেগম, গোলাপবাগ মহল্লা আওয়ামী লীগের সভাপতি মোঃ ফেরদৌস আলী, গোলাপবাগ মহল্লা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নবাব সিরাজ দৌলা, রামনগর উন্নয়ন ক্লাব এর যুগ্ন সাধারন সম্পাদক মোঃ শাহরিয়ার ফরহাদ লিমন, রামনগর শান্তি সংঘের শিক্ষা সম্পাদক আমানুল্লাহ আমান, টুর্নামেন্টের উদ্বোধক মোঃ রাইসুল আলাম, রামনগর শান্তি সংঘের সাধারণ সম্পাদক মোঃ আলম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাহান আলম সুমন, সাংগঠনিক সম্পাদক মোঃ মামুন প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন হারুনউর রশিদ রায়হান।
দিনাজপুরের সুমধুর কন্ঠস্বরের অধিকারী এবং ধারা বর্ণনায় খ্যাতিয়মান ব্যক্তি মোঃ রফিকের ধারা বর্ণনায় উদ্বোধনী খেলায় বন্ধু একাদশ বনাম দিনাজপুর সদরের বাস টার্মিনাল এলাকার বাবা শাহজালাল ভলকানাইজিং দল অংশগ্রহণ করে।
প্রথম দিনের খেলায় ১-০ গোলে দিনাজপুরের বাবা শাহজালাল ভলকানাইজিং দল বিজয় লাভ করে। এই টুর্ণামেন্টে মোট ১৬ টি দল অংশগ্রহণ করবে।