‘নারীর প্রতি সহিসংসতা বন্ধ কর, সমঅধিকার নিশ্চিত কর’ এই শ্লোগানকে সামনে রেখে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বিশ্ব মানবাধিকার দিবস ২০২১ উপলক্ষ্যে বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার উদ্যোগে ‘নারীর প্রতি সহিংসতা ও ধর্ষণ: মানবাধিকার লংঘন’ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
১০ ডিসেম্বর শুক্রবার দিনাজপুর প্রেসক্লাবের এম আব্দুর রহিম মিলনায়তনে বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার সভাপতি কানিজ রহমান-এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার মর্তুজা আল মুঈদ, দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বক্সী বাচ্চু, বীরগঞ্জ সরকারী কলেজের অধ্যক্ষ ড. মাসুদুল হক, কোতয়ালী থানার অফিসার্স ইনচার্জ মো. মোজাফফর হোসেন। স্বাগত বক্তব্য রাখেন মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ড. মারুফা বেগম।
আলোচনা সভায় বক্তারা বলেন, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে নারী আন্দোলন, মানবাধিকার আন্দোলন এবং সরকারি- বেসরকারি নানাবিধ উদ্যোগ থাকা সত্ত্বেও নারীর প্রতি সহিংসতার মাত্রা ও ভয়াবহতা ক্রমাগত উদ্বেগজনকহারে বৃদ্ধি পাচ্ছে। নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে পিতৃতান্ত্রিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন করে নারীর প্রতি সহিংসতামুক্ত সংস্কৃতি চর্চা প্রয়োজন। নারীর জন্য ক্ষতিকর প্রথা (বাল্যবিবাহ, যৌতুক, পারিবারিক সহিংসতা, বিচারবহির্ভূত সালিশি কার্যক্রম, বহুবিবাহ) বন্ধ করে আইন প্রয়োগকারী সংস্থা, প্রশাসন ও বিচারিক কার্যক্রমের সঙ্গে যুক্ত সবাইকে নারীবান্ধব ও জেন্ডার সংবেদনশীল করে তুলতে হবে। ধর্ষণের ঘটনার বিচার সংক্রান্ত আইনের সংস্কারসহ প্রয়োজনীয় সংস্কার করে ন্যায় বিচার নিশ্চিত করতে হবে।
দিনাজপুর মহিলা পরিষদের সহ-সাধারণ সম্পাদক মনোয়ারা সানু’র সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব রেজাউর রহমান রেজু, রবীন্দ্র সংগীত সম্মেলন পরিষদের রবিউল আউয়াল খোকা, সামাজিক প্রতিরোধ কমিটির ডাঃ আহাদ আলী, সাংবাদিক আজহারুল আজাদ জুয়েল, সন্ত্রাস প্রতিরোধ কমিটির তারেকুজ্জামান তারেক, ডাঃ খাদিজা নাহিদ ইভা, শিক্ষক ফজলুর রহমান, লেখক লায়লা চৌধুরী, তরুণ প্রজন্মের প্রতিনিধি সাবিনা মাধুবী, আদিবাসী তরুণী কৃষ্ণা প্রিয়া মুর্মু প্রমুখ।
আলোচনার পর কবিতা আবৃত্তি করে তামান্না তনু, শেষে রাজিয়া সুলতানা পলির নেতৃত্বে সমবেত সঙ্গীত পরিবেশন করে মহিলা পরিষদের সদস্যবৃন্দ।