নুর ইসলাম ॥ দিনাজপুরে জাতীয় দৈনিক “দেশের কণ্ঠ” পত্রিকার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (১১ জুন) সকালে দৈনিক দেশের কণ্ঠ পত্রিকার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী ও ৫ম বর্ষে পদার্পণ উপলক্ষে নিমতলাস্থ দিনাজপুর প্রেসক্লাবে স্বাস্থ্যবিধি মেনে কেক কাটা ও সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর সিনিয়র জেলা ভারপ্রাপ্ত তথ্য অফিসার মোঃ সোহেল মিয়া। বিশেষ অতিথি ছিলেন দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও দৈনিক স্বদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি মোঃ শাহীন হোসেন, বিএফএউজে’র সাবেক যুগ্ম মহাসচিব ও দৈনিক বাংলাদেশের খবর পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ শাহাদৎ হোসেন শাহ্, দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের সাবেক শিক্ষক বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোঃ কামরুজ্জামান।
দৈনিক দেশের কণ্ঠ পত্রিকার দিনাজপুর জেলা প্রতিনিধি মোঃ ফরহাদ রহমান খোকন’র সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক বর্তমান পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ মাহবুবুল হক খান, ট্রাস্ট নিউজ ২৪’র নির্বাহী সম্পাদক মোঃ নুর ইসলাম, দৈনিক আমাদের অর্থনীতি পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ ইউসুফ আলী, জয়যাত্রা টিভি’র জেলা প্রতিনিধি মোঃ মিজানুর রহমান মিজান, দৈনিক আজকের বিজিনেস বাংলাদেশ জেলা প্রতিনিধি মোঃ ওয়াহেদুর রহমান, বাংলাদেশের আলো পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ মনসুর রহমান, দৈনিক নব চেতনা পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ আব্দুস সাত্তার, সাংবাদিক স্বপন মৃধা প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করেন দেশের কণ্ঠ দিনাজপুর জেলা প্রতিনিধি মোঃ ফরহাদ রহমান খোকন।
প্রধান অতিথির সংক্ষিপ্ত বক্তব্যে সিনিয়র জেলা ভারপ্রাপ্ত তথ্য অফিসার মোঃ সোহেল মিয়া দলমতের উর্দ্ধে থেকে সংবাদ পরিবেশন করার জন্য সংবাদ কর্মীদের প্রতি আহবান জানান। সেই সাথে তিনি সরকারের সকল উন্নয়মূলক কর্মকান্ডের খবর পত্রিকায় তুলে ধরার জন্য সাংবাদিকদের প্রতি অনুরোধ জানান।