মোরশেদ-উল-আলম, চিরিরবন্দর প্রতিনিধিঃ দিনাজপুরের চিরিরবন্দরে ধর্ষনের অভিযোগে গত ১০ আগষ্ট রাতে এক যুবককে আটক করে আদালতে প্রেরণ করেছে থানা পুলিশ। এ ধর্ষনের ঘটনাটি উপজেলার ফতেজংপুর ইউনিয়নের মন্ডল পাড়ায় গত ৭ আগষ্ট রাতে ঘটেছে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ৭ আগষ্ট রাতে স্বামী বাড়িতে না থাকার সুযোগে জনৈক ১ সন্তানের জননীর ঘরে ওই পাড়ারই আব্দুল মজিদের ছেলে রাশেদ আলী (২৬) চুপিসারে প্রবেশ করে মূখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষন করে। এসময় ওই গৃহবধূর গোঙ্গানীর শব্দ শুনে প্রতিবেশিগণ এগিয়ে আসলে ধর্ষক পালিয়ে যায়। এ ঘটনায় ওই গৃহবধূ বাদি হয়ে চিরিরবন্দর থানায় নারী শিশু নির্যাতন দমন আইনের ২০০৩ এর ৯ (১) ধারায় গত ৯ আগষ্ট একটি মামলা দায়ের করলে থানার এস আই চিত্তরঞ্জনের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ অভিযান চালিয়ে ওই ধর্ষককে আটক করে আদালতে প্রেরণ করেছে।