দিনাজপুরে বন্ধুত্বের বন্ধন ফুটবল টুর্নামেন্ট-২০২১ এর চূড়ান্ত খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
১০ সেপ্টেম্বর শুক্রবার দিনাজপুর সদর উপজেলার ৭নং উথরাইল ইউনিয়নের নুনাইচ কাকিলাদিঘী মাঠে নুনাইচ বন্ধুত্বের বন্ধন স্পোটিং ক্লাবের আয়োজনে বন্ধুত্বের বন্ধন ফুটবল টুর্নামেন্ট-২০২১ এর চূড়ান্ত খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ৭নং উথরাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনিসুর রহমান। সাবেক ইউপি চেয়ারম্যান মো. নুরুজ্জামান সরকার-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মো. আশরাফুল আলম, আরও বিশেষ অতিথি ছিলেন মো. রুহুল আমীন সরকার, মো. আনোয়ারুল ইসলাম, মো. মমিনুল ইসলাম, গজেন্দ্র নাথ রায়, জুলফিকার আলী ভুট্টো, দিলরুবা পারভীন ময়না ও মো. হাফিজুর রহমান।
চূড়ান্ত খেলায় উপশহর বৈখালি সংঘ ২-১ গোলে মালীগ্রাম একাদশকে পরাজিত করে। খেলা শেষে বিজয়ী দলকে একটি খাসি ও বিজিত দলকে একটি রাজহাঁস পুরস্কার হিসেবে প্রদান করা হয়।