মোরশেদ-উল-আলম, চিরিরবন্দর প্রতিনিধিঃ দিনাজপুরের চিরিরবন্দরে মুজিব বর্ষ উপলক্ষে ২০২১-২০২২ অর্থবছরে দিনাজপুর জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী এর ব্যাক্তিগত উদ্যোগে জেলায় ১ লক্ষ বৃক্ষ চারা রোপণ কল্পে চারা বিতরণ, স্বাস্থ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১১ সেপ্টেম্বর শনিবার বেলা ১১ টায় আব্দুলপুর ইউনিয়ন পরিষদ চত্তর ও ঈসবপুর ইউনিয়ন পরিষদ চত্তরে দুপুর আড়াইটায় উপজেলা প্রশাসনের আয়োজনে মতবিনিময় সভায় ভার্চুয়ালী প্রধান অতিথির বক্তব্য রাখেন অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এম পি।
উপজেলা নির্বাহী অফিসার আয়েশা সিদ্দীকার সভাপতিত্বে এ সময় উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও তেঁতুলিয়া ইউপি চেয়ারম্যান বাবু সূনীল কুমার সাহা, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ আহসানুল হক মুকুল, আব্দুলপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব ময়েন উদ্দিন শাহ, ঈসবপুর ইউপি চেয়ারম্যান আবু হায়দার লিটন, আব্দুলপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল আলিম সরকার প্রমূখ বক্তব্য রাখেন।
প্রধান অতিথির পক্ষে উপজেলা নির্বাহী অফিসারসহ অতিথিবৃন্দ সাধারণের মাঝে গাছের চারা, স্বাস্থ্য সামগ্রী বিতরণসহ পরিষদ চত্তরে বৃক্ষ রোপণ করেন।