বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ দিনাজপুর জেলা শাখার সভাপতি স্বরুপ বকসী বাচ্চু ও সাধারন সম্পাদক উত্তম কুমার রায় হিন্দু ধর্মাবলম্বিদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে এক শুভেচ্ছা বার্তায় বলেন, এই উৎসব শুধুমাত্র হিন্দু সম্প্রদায়ের নয়। অসাম্প্রদায়িক মানুষের মধ্যে এই উৎসব বিরাজমান।
এই উৎসব সকলের মাঝে নিয়ে আসে ঐক্যের বন্ধন।তাই দূর্গাপূজার এই আয়োজন সার্বজনীন। সনাতন ধর্ম মতে অশুভ শক্তি বিনাশ এবং দেব শক্তির উন্মেশ ঘটানোর উদ্দেশ্যেই এই পূজার আয়োজন। মানুষের জন্য ধর্ম নীতিতে বিশ্বাসী হয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি এক অনন্য উদাহরন এই দূর্গা উৎসব। বিবৃতিতে সভাপতি ও সাধারন সম্পাদক বলেন, করোনা ভাইরাস এখনও আমাদের মাঝে বিদ্যমান। সরকারের ঘোষিত বিধিমালা মেনেই আমাদের এই উৎসব পালন করতে হবে। ভক্তদের কাছে অনুরোধ করা হয় সকলেই মুখে মাস্ক, স্যানেটাইজার ব্যবহার সহ সামাজিক দুরত্ব বজায় রেখে উৎসব পালন করতে হবে।
বিবৃতিতে প্রতিটি মন্ডপ কমিটিকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বিবৃতিতে আরও বলা হয়, বর্তমান প্রধান মন্ত্রী শেখ হাসিনা এই উৎসবকে সুন্দর ও সুষ্ঠভাবে পালন করার জন্য সকল ধরনের ব্যবস্থা গ্রহন করেছেন। আমরা সরকারি নির্দেশনায় মেনে উৎসব পালন করব এটাই হবে আমাদের এবারের অঙ্গিকার।
মা-দূর্গার আগমনের বার্তায় সমাজের প্রতিটি স্তরে প্রতিষ্ঠিত হোক ন্যায়, কল্যাণ আর শান্তি। দূর হোক সকল সাম্প্রদায়িক বিদ্বেষ, দূর হোক অন্যায়, অশান্তি, সন্ত্রাস আর দূর্ণীতি। সম্প্রীতি প্রতিষ্ঠিত হোক মানুষে মানুষে। সবার উপর শান্তি বর্ষিত হোক। ধনী, নির্ধন, শ্রেণি, গোত্র নির্বিশেষে সকলের মহামিলনে সৌহার্দ্য ভাতৃত্বে এবং শান্তিপূর্ণ পরিবেশে সকল মহলের সমন্বয়ে এবারের উৎসব পালিত হবে। এই উৎসব সকল মানুষের মধ্যে নিয়ে আসুক অনাবিল আনন্দ, সুখ ও শান্তি। সংশ্লিষ্ট সকল এবং দিনাজপুরের সকল হিন্দু জনসাধারনদের প্রতি রইল আন্তরিক অভিনন্দন।