মোঃ নুর ইসলাম, দিনাজপুর ॥ ১১ অক্টোবর সোমবার বিকেল ৪টায় “৭নং ওয়াার্ড কাউন্সিলর কাপ” ফুটবল টুর্নামেন্ট-২০২১ এর চতুর্থ দিনের রানীরবন্দর আউলিয়াপুর ফুটবল একাডেমী বনাম দিনাজপুর মোহামেডান স্পোর্টিং ক্লাব এর খেলাটি আনুষ্ঠানিক উদ্বোধন করেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড দিনাজপুর এর সহকারি পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ রেজাউর রহমান রেজা। এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ঠ ক্রীড়া সংগঠক জগতপুর কলেজের প্রভাষক মোঃ মাসুদুর রহমান পলাশ, “৭নং ওয়াার্ড কাউন্সিলর কাপ” ফুটবল টুর্নামেন্ট-২০২১ এর আয়োজক মোঃ রেহাতুল ইসলাম খোকা, টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব ও হুমায়ুন কবীর আপেল সহ অন্যান্য অতিথিবৃন্দ।
১১ অক্টোবর সোমবার বিকেল ৪টায় “৭নং ওয়াার্ড কাউন্সিলর কাপ” ফুটবল টুর্নামেন্ট-২০২১ এর চতুর্থ দিনের খেলায় রানীরবন্দর আউলিয়াপুর ফুটবল একাডেমী ২-০ গোলে বিজয় অর্জন করে দিনাজপুর মোহামেডান স্পোর্টিং ক্লাব-কে পরাজিত করেছে।
উল্লেখ্য যে, প্রতিবারের ন্যায় এবারও ৬ষ্ঠ বারের মতো “৭নং ওয়াার্ড কাউন্সিলর কাপ” ফুটবল টুর্নামেন্ট-২০২১ এর আনুষ্ঠানিক উদ্বোধন ৮ অক্টোবর শুক্রবার বিকেল ৪টায় হয়েছে।
১২ অক্টোবর মঙ্গলবার ৪র্থ দিনের খেলায় বিকেল ৪টায় দিনাজপুর উপশহর একাদশ বনাম পার্বতীপুর ইয়াং স্টার ক্লাব এর খেলা অনুষ্ঠিত হবে।