দিনাজপুর প্রতিনিধি ॥ দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার উপসহকারী কৃষি অফিসার ফনি ভূষণ রায় এর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ উঠেছে। এ বিষয়ে জমির মালিক আবু সাঈদ মোহাম্মদ হাসনাইন দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক কৃষিবিদ প্রদীপ কুমার গুহ বরাবর অভিযোগ প্রদান করেছেন।
১১ অক্টোবর সোমবার দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বরাবর অভিযোগ সূত্রে জানা যায়, জমির মালিক আবু সাঈদ মোহাম্মদ হাসনাইন দিনাজপুর শহরে বসবাস ও কাজে ব্যস্ত থাকায় সেই সুযোগে চিরিরবন্দর উপজেলায় কর্মরত উপ-সহকারী কৃষি অফিসার শ্রী ফনি ভূষণ রায়, পিতা-মৃত জিতেন্দ্র রায়, সাং-চিরিরবন্দর মহিলা কলেজের পশ্চিম পার্শ্বে কোটপাড়া, ডাকঘর-চিরিরবন্দর, উপজেলা-চিরিরবন্দর, জেলা-দিনাজপুর জমির মালিকের কবলা দলীল মূলে খরিদকৃত ০৪ শতাংশ জমির উপর বে-আইনীভাবে স্থাপনা নির্মাণ করিয়াছেন। যার জে এল নং-৬১, এস এ খতিয়ান নং-১০৭, খারিজ খতিয়ান নং-৩৬৯১, দাগ নং-১২১৬।
বর্তমানে শ্রী ফনি ভূষণ রায় চিরিরবন্দর উপজেলার ৬নং অমরপুর ইউনিয়নে উপ সহকারী কৃষি অফিসার পদে কর্মরত রয়েছেন। জমির মালিক বহুবার উপসহকারী কৃষি অফিসার শ্রী ফনি ভূষণ রায়কে মৌখিকভাবে উক্ত বে-আইনীভাবে নির্মাণকৃত স্থাপনা সরিয়ে নেয়ার জন্য বার বার তাগাদা দিলে তিনি ছেড়ে দিবো বলে সময় কালক্ষেপণ করছেন। একজন সরকারী কৃষি দপ্তরের উপ-সহকারী কৃষি অফিসার হয়ে কিভাবে অন্যের জায়গা দখল করে বে-আইনীভাবে স্থাপনা নির্মাণ করেছেন তা জমির মালিকের বোধগম্য নয়। তাই নিরুপায় হয়ে জমির মালিক দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালকের নিকট অভিযোগ দাখিল করেন।
এই বিষয়ে দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক কৃষিবিদ প্রদীপ কুমার গুহ জানান বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।