মোঃ নুর ইসলাম, দিনাজপুর ॥ ১০ ডিসেম্বর মানবাধিকার দিবস উদযাপন উপলক্ষে পল্লীশ্রী’র নারীর ক্ষমতায়নের জন্য সুযোগ সৃষ্টি প্রকল্পের আয়োজনে এবং ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড জার্মানীর সহযোগিতায় দিনাজপুর সদর উপজেলার ৭ নং উথরাইল ইউপি এলাকার মুরাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধন ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭ নং উথরাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আনিসুর রহমান।
মানবাধিকার দিবসের আলোচনা সভা ও মানববন্ধনে পল্লীশ্রী প্রোগ্রাম ফ্যাসিলিটেটর কাউন্সিলর কৃষ্ণা দাস এর সভাপতিত্বে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ৭নং ইউপি সদস্য মোঃ বাবুল হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ডাক্তার মোঃ আনোয়ারুল ইসলাম, উক্ত এলাকার প্রগতির পথে সংগঠনের সদস্য সচিব মোঃ জাহাঙ্গীর আলম, সাবেক ইউপি সদস্য মজিবুর রহমান, পল্লী চিকিৎসক মোঃ রাশেদুল ইসলাম, এলাকার সিবিও সভানেত্রী মোছাঃ সখিনা খাতুন সাধারণ, সম্পাদক মোছাঃ শামসুন্নাহার প্রমূখ।
মানবাধিকার দিবস এর আলোচনা শোভা ও মানববন্ধনে বক্তারা বলেন, আমরা আমাদের বিভিন্ন অধিকার বাস্তবায়নের জন্য বিভিন্ন সময় আন্দোলনের সম্মুখিন হই, কিন্তু এই আন্দোলন আমাদের অধিকার আদায়ের একমাত্র পথ নয়। আজকের এই দিনে, দেশে নারীর প্রতি সহিংসতা, বাল্যবিবাহ রোধে, নারী নির্যাতন প্রতিরোধ, শিশু নির্যাতন সহ সকল অসামাজিক কার্যক্রম নির্মূলের জন্য সরকারি আইন প্রয়োগকারী সকল সংস্থা এবং বেসরকারি অন্যান্য সংস্থা গুলোকে সকল কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করার জন্য জোরালো দাবি জানাচ্ছি। তারা তাদের দায়িত্বের স্থান থেকে সঠিকভাবে দায়িত্ব পালন করলে আমাদের আজকের এই দিবসটি পালনে সার্থক হবে বলে মনে করি।