মোঃ নুর ইসলাম, দিনাজপুর ॥ সেন্ট ফিলিপস্ হাই স্কুল এন্ড কলেজের প্রতিবছরের ন্যায় এ বছরও বিভিন্ন ক্লাসের ভর্তি পরীক্ষার কার্যক্রমের মধ্যে ১১ ডিসেম্বর শনিবার তৃতীয় শ্রেণীর ভর্তির কার্যক্রম সরকারি নির্দেশনা মোতাবেক লটারির মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত লটারি মাধ্যমে ভর্তির কার্যক্রম প্রক্রিয়া চলাকালীন সময় উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ের সাধারণ শাখা, শিক্ষা শাখা, ব্যসবা-বাণিজ্য শাখা, ভিপি সেল-এর সহকারী কমিশনার মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরী।
প্রতিষ্ঠানের অধ্যক্ষ ব্রাদার কাজল লিনুস কস্তা সিএসসি, প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ ব্রাদার জেমস সঞ্জীব সরকার সিএসসি, বিদ্যালয় শাখার সহকারি প্রধান শিক্ষিকা সিস্টার সন্ধ্যা পিউরিফিকেশন সিআইসি, সহকারী প্রধান শিক্ষক ব্রাদার জনি গ্রেগোরি সিএসসি ও প্রাথমিক শাখার ইনচার্জ সিস্টার স্মৃতি বাস্কে সিআইসি, সিনিয়র শিক্ষক মাওলানা আবেদ আলী, প্রতিষ্ঠানের অভিভাবক সদস্য ম্যানেজিং কমিটির সদস্য এবং শিক্ষার্থীদের মধ্য থেকে ৫ জন শিক্ষার্থী।