মোঃ নুর ইসলাম, দিনাজপুর ॥ ১২ জুলাই সোমবার ঢাকাস্থ দিনাজপুর জেলা সমিতির সভাপতি, এইচ বি এইচ নার্সিং কলেজ ও লুসাকা গ্রুপের চেয়ারম্যান হাফিজুর রহমান সরকার জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্চ ইনষ্টিটিউট ও কেয়ার স্পেশালাইজড জেনারেল হাসপাতাল দিনাজপুর-এ একটি হাইফ্লো নজেল ক্যানোলা অনুদান হিসাবে প্রদান করেন।
হাইফ্লো নজেল ক্যানোলা হস্থান্তরকালে উপস্থিত ছিলেন ঢাকাস্থ দিনাজপুর সমিতির সমাজ কল্যাণ সম্পাদক আসাদুজ্জামান রুবেল, জিয়া হার্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এ কে এম আজাদ, নির্বাহী সদস্য মিসেস রেজিনা ইসলাম, মিসেস নাজমা মসির, বিশিষ্ট সমাজসেবক আখতারুজ্জামান জুয়েল, জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্চ ইনষ্টিটিউট এর পরিচালক ডাঃ সুধা রঞ্জন রায়, কেয়ার স্পেশালাইজড জেনারেল হাসপাতাল দিনাজপুর-এর পরিচালক ডাঃ মোঃ আইয়ুব আলী, দিনাজপুর কেয়ার নার্সিং কলেজের অধ্যক্ষ ড. শারমিন সাত্তার, প্রশাসনিক কর্মকর্তা সামসের আলী, হিসাব রক্ষণ ও নিরীক্ষণ কর্মকর্তা মোঃ শাহারিয়ার খান, সহকারী প্রকৌশলী মোঃ রফিকুল ইসলাম, পাবলিক রিলেশন কো-অর্ডিনেটর সৈয়দ শফিকুর রহমান পিন্টু প্রমূখ।